রাখী সাওয়ান্তের বিয়ের খবর ফাঁস হয়েছে। রাখী নিজেই বিয়ের ছবি পোস্ট করেছিলেন কিছু দিন আগেই। স্বামী আদিল দুরানি প্রথমে বিয়ের খবর মানতে না চাইলেও পরে মেনে নিয়েছেন। এরই মধ্যে রটেছে এক গুরুতর খবর। গর্ভাবস্থায় নাকি সন্তান নষ্ট হয়েছে তাঁর। বলিউডের পরিচিত এক পাপারাৎজি দাবি করেছেন, রাখীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। রাখী নাকি নিজেই তাঁকে বলেছেন,”হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা ছিলাম। বিগবস মরাঠিতেও আমি বলেছিলাম সে কথা। কিন্তু সবাই তখন ভেবেছিল আমি মজা করছি। কেউ পাত্তা দেয়নি।” বলিউডের সেই পাপারাৎজি প্রকাশ্যে সে খবর আনতেই রীতিমতো হইচই পড়ে যায়। রাখীর মা হওয়ার খবর রটেছিল আগেই, গর্ভপাতের ঘটনা যেন সেই খবরের আগুনেই ঘি।
যদিও চাঞ্চল্য ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন রাখীর স্বামী আদিল। সন্তান নষ্ট হয়ে যাওয়ার খবরকে রীতিমতো নস্যাৎ করেছেন তিনি। তিনি লেখেন, “মিথ্যে খবর, সবাইকে অনুরোধ করছি এ রকম খবর যাতে প্রকাশ না করা হয়।” এমনকি রাখীকে এই বিষয়ে প্রশ্ন করলেও রীতিমতো রেগে যান তিনি। মিসক্যারেজ তত্ত্বকে কার্যত অস্বীকার করে তিনি চড়াও হন সাংবাদিকদের দিকেই।
প্রসঙ্গত, রাখীর সঙ্গে বিয়ের খবর প্রথমে মানেননি আদিল। তা নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখী। মুখ খুলেছিলেন তিনি, জানিয়েছিলেন গত বছর মে মাসে বিয়ে করেছেন তাঁরা। আইনি বিয়ে ছাড়াও মুরুব্বির উপস্থিতিতে সই করেন নিকাহনামাতেও। তিনি বলেন,“সাত আট মাস যাবত আমি চুপ ছিলাম। আদিলই বলতে বারণ করেছিল। কিন্তু আমি যখন বিগবস মরাঠিতে গিয়েছিলাম তখন অনেক কিছু হয়েছে। আমি হারাম করিনি। আমি হালাল করেছি। জানি না বিয়ের কথা কেন স্বীকার করছেন না আদিল? আমি কী ভুল করেছি?” তিনি যোগ করেন, “বিয়ের পর থেকে এতটুকু সুখ পেলাম না। নিজের নাম বদলে দিলাম। ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে নিলাম। বিয়ের শংসাপত্র রয়েছে, নিকাহনামা রয়েছে, মৌলানা উপস্থিতিতে বিয়ের যাবতীয় উপাচার পালন করা হয়েছে, তারপরেও কেউ কী করে বিয়ের কথা এভাবে অস্বীকার করতে পারে? আমি ভাবতে পাচ্ছি না।” এই মুহূর্তে যদিও বিয়ের খবর মেনেছেন আদিল, যদিও এই নতুন গুঞ্জনে কার্যত বিধ্বস্ত তিনি।