Rubina Dilaik: সত্যি অন্তঃসত্ত্বা রুবিনা? ছবি লিক হতেই মুখ খুললেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2023 | 7:00 PM

রুবিনা দিলাইক, টিভির পর্দা থেকে শুরু কের সিনেমা, একের পর এক ভাল কাজ করে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। রুবিনা প্রথম থেকেই চেয়েছিলেন ছবির জগতে জায়গা করে নিতে। একাধিক সাক্ষাৎকারে প্রাথমিকভাবে এমন মন্তব্য করলেও বর্তমানে রুবিনা কোনও কাজকেই হাতছাড়া করেন না। মনের মতো চরিত্র পেলেই রুবিনা তা পর্দায় নিজের সেরাটা দিয়ে ফুটিয়ে তোলার […]

Rubina Dilaik: সত্যি অন্তঃসত্ত্বা রুবিনা? ছবি লিক হতেই মুখ খুললেন অভিনেত্রী

Follow Us

রুবিনা দিলাইক, টিভির পর্দা থেকে শুরু কের সিনেমা, একের পর এক ভাল কাজ করে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। রুবিনা প্রথম থেকেই চেয়েছিলেন ছবির জগতে জায়গা করে নিতে। একাধিক সাক্ষাৎকারে প্রাথমিকভাবে এমন মন্তব্য করলেও বর্তমানে রুবিনা কোনও কাজকেই হাতছাড়া করেন না। মনের মতো চরিত্র পেলেই রুবিনা তা পর্দায় নিজের সেরাটা দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও নিত্য দিন যে তিনি পোস্ট করেন এমনটা নয়। তিনি মডেলিং-ও করে থাকেন। এবার তেমনই এক ফোটো শুটের ছবি শেয়ার করে বেজায় বিপত্তিতে রুবিনা। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি পোস্ট যখন করেন না, তখন ভক্তরা মাঝে মধ্যেই কমেন্ট বক্সে গিয়ে অভিযোগ করে থাকেন, তিনি কেন কোনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না?

এবারও ভক্তদের মন রাখতে গিয়েই কি তবে বেজায় বিপত্তিতে পড়তে হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেন তিনি। যেখানে তাঁর পেট খানিকটা ফুলে থাকার ফলে সকলেই প্রশ্ন করতে শুরু করলেন তিনি অন্তঃসত্ত্বা? যে খবর রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই জল্পনা দেখে বিন্দুমাত্র চুপ থাকলেন না অভিনেত্রী। সপাট মন্তব্য করে বসলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। বিমান থেকে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, ছবি পোস্ট না করলে প্রশ্ন, ছবি পোস্ট করলে বিতর্ক…।

রুবিনার এই মিষ্টিভাষায় ট্রোলারদের জবাব দেওয়ার কায়দাটা এক কথায় পছন্দ করলেন অনেকেই। অধিকাংশ নেটিজেনই সাপোর্ট করলেন রুবিনাকে। ট্রোলারদের গুরুত্ব না দিয়ে অনেকেই পাশ কাটিয়ে থাকেন, তবে রুবিনা এই অন্তঃসত্ত্বা জল্পনাতে জল ঢালতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে থাকেন। তবে তাঁকে ঘিরে অন্তঃসত্ত্বার খবর রটা এই প্রথম নয়। অতীতেও বহুবার এই খবর রটতে দেখা গিয়েছে তাঁর পোশাক দেখে। তাই এবার রাতারাতি এই জল্পনাকে থামাতে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিলেন রুবিনা।

Next Article