Didi No 1: পুজোর সন্ধ্যায় জমজমাট দিদি নং ১, বিশেষ অতিথিদের নিয়ে মজার খেলা
Reality Show: টানা নবমী পর্যন্ত থাকছে দর্শকদের জন্য নানা মজার মজার খেলার উপহার। সেলিব্রিটিদের নিয়ে রচনার আড্ডার আসর। সঙ্গে পুরস্কার প্রাপ্তী।

পুজো মানেই সব কিছুতেই চাই বিশেষত্বের ছোঁয়া। তাই তালিকা থেকে বাদ পড়ে না ছোট পর্দার আয়োজনও। ধারাবাহিকের সেট থেকে শুরু করে বিভিন্ন রিয়্যালিটি শো। এই সময় বিশেষ বিশেষ অনুষ্ঠান, পর্বের ব্যবস্থা করে থাকে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া প্রতিটা পর্বের ঝলকের প্রস্তুতি চলতে থাকে আগে থেকেি। প্রতিটা মুহূর্তে সেলেবদের নিয়ে এই মজার মজার পর্বের খবর সামনে উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল হয় এক একটি ভিডিয়ো ক্লিপিং। আর সেই তালিকায় থাকা অন্যতম রিয়্যালিটি শো হল দিদি নম্বর ১। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানেও থাকছে তাই বিশেষ আকর্ষণ। ষষ্ঠী থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ পর্বের সম্প্রচার।
টানা নবমী পর্যন্ত থাকছে দর্শকদের জন্য নানা মজার মজার খেলার উপহার। সেলিব্রিটিদের নিয়ে রচনার আড্ডার আসর। সঙ্গে পুরস্কার প্রাপ্তী। সকলকে নিয়ে হইহই করে সন্ধ্যেটা কাটিয়ে নেওয়ার পালা। সকলরে মনে জায়গা করে নিয়ে এই দিদি নম্বর ১ জনপ্রিয়তার তুঙ্গে। সম্প্রতি ছবির প্রচারে ব্যস্ত থাকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায় উপস্থিত হতে, কেবল উপস্থিতই নয়, পাশাপাশি সেরার পুরষ্কারটা জিতে নিয়েছেন তিনি-ই।
রচনার সঙ্গে সকলের বেশি কাছের সম্পর্ক, ফলে সেলেবদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে খুব একটা সময় লাগে না। আর এই সমীকরণ ই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন সেলেবরা। প্রতিদিন সন্ধ্যে ৫ টা থেকে ৬টা পর্যন্ত এই শো সম্প্রচারিত হয়ে থাকে। তবে পুজো বিশেষ পর্বের আগামীকালই শেষ। নবমী পর্যন্তই চলবে এই বিশেষ পর্বের সম্প্রচার। তারপর থেকে আবারও ঘরোয়া লুকে শো চলবে যথারীতি। ফলে সেলেবদের জীবনের গোপন ফান্ডা থেকে শুরু করে আড্ডায় মেতে উঠতে এই কয়েকদিন দিদি নম্বর ১ দর্শকদের প্রিয় ধারাবাহিক ড্রইংরুমে যে সাড়া ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
