Dipika Kakar: পড়ে যাচ্ছিলেন, ভক্ত সাহায্য করতে গেলেই উল্টে রেগে গেলেন অভিনেত্রী!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 25, 2022 | 9:51 AM

Dipika Kakar: প্রথম বিয়ে সুখের হয়নি দীপিকার। এর পরেই তিনি টেলিভিশন অভিনেত্রী সোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। সুখে সংসার করছেন তিনি।

Dipika Kakar: পড়ে যাচ্ছিলেন, ভক্ত সাহায্য করতে গেলেই উল্টে রেগে গেলেন অভিনেত্রী!
রেগে গেলেন অভিনেত্রী!

Follow Us

 

দাদাসাহেব ফালকে আইকন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা কক্কর। সঙ্গে ছিলেন স্বামী সোয়েব ইব্রাহিম। সেখানেই হঠাৎই হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলেন দীপিকা। অনুরাগী এসে তাঁকে দৌড়ে ধরতে গিয়েই উল্টো বিপত্তি। ফ্যানের উপরেই রেগে গেলেন অভিনেত্রী। ব্যাপারটা মোটেও ভাল ভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের মতে, ‘যার জন্য চুরি করি সেই বলে চোর’–এই প্রবাদকেই যেন সত্যি প্রমাণ করেছেন দীপিকা। ভাল করতে গিয়েও তাই তাঁর চোখে খারাপ হয়ে গিয়েছেন অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। যদিও সবাই যে দীপিকার উপর অসন্তুষ্ট হয়েছেন এমনটা কিন্তু মোটেও নয়। অন্য কেউ তাঁকে ছুঁয়ে তুলুক এ অভিনেত্রীর পছন্দ নাও হতে পারে। তবে পাল্টা বক্তব্য, কেউ পড়ে যাচ্ছে জেনেও সাহায্য করা তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।

প্রথম বিয়ে সুখের হয়নি দীপিকার। এর পরেই তিনি টেলিভিশন অভিনেত্রী সোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। সুখে সংসার করছেন তিনি। বর্তমানে পর্দায় তাঁকে দেখা যায় না বললেই চলে। তবে ইউটিউবে তিনি বেশ সক্রিয়। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মাধ্যমেই নিজের দৈনন্দিন জীবনযাত্রার খুঁটিনাটি তুলে ধরেন দীপিকা। আলাপ করিয়ে দেন তাঁর শ্বশুরবাড়ির বিভিন্ন সদস্যের সঙ্গেও। নিজে হাতে রান্নাও করেন। সেই রকমারি রান্নাও জায়গা করে নেন তাঁর ইউটিউব ভিডিয়োতে। কিছু দিন আগেই তাঁর ননদের বিয়ে ছিল। নিজের হাতেই সব কিছু আয়োজন করেছিলেন দীপিকা। এখানেই শেষ নয়, বিয়ের দিন ননদ সাবা ইব্রাহিম কী পরবেন, কী সাজবেন– এ সব দায়িত্বও নিয়েছিলেন নিজের কাঁধেই।

 

দেখে নিন সেই ভিডিয়ো…

 


 

মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়ছিল সাবার রিসেপশন। সেই আয়োজনেও প্রধান উদ্যোক্তা ছিলেন দীপিকাই। বলিউডে নামজাদা সেলেবও ছিলেন আমন্ত্রিত। গওহর খান থেকে শুরু করে আয়ুষী খুরানা, শগুফতা আলি, জয়া ওঝার মতো জনপ্রিয় টেলিস্টারদের দেখা গিয়েছিল সেই অনুষ্ঠানে।

Next Article