Gaatchara: ‘ঋদ্ধির জীবনে কাউকে আনবেন না প্লিজ’, অনুরোধ খড়ির ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 06, 2023 | 12:29 PM

Viral News: বেশ কিছুদিন ধরে টিআরপি-র তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। ফলে তাঁদের পর্দায় না পেয়ে রীতিমত মন খারাপ ভক্তদের।

Gaatchara: ঋদ্ধির জীবনে কাউকে আনবেন না প্লিজ, অনুরোধ খড়ির ভক্তদের

Follow Us

রমরমিয়ে শুরু হয়েছিল গাঁটছড়া ধারাবাহিক। একের পর এক স্টারের নাম তালিকাভূক্ত হয়েছিল এই ধারাবাহিককে সেরার সেরা করে তোলার জন্য। হয়েছিলও তাই। শুরু থেকেই গাঁটছড়া ধারাবাহিক দেখে দর্শকেরা মন দিয়েছিলেন ঋদ্ধিমান ও খড়ি জুটিকে। ছবিচে মূল তিন জুটিই বেশ আকর্ষণীয় ছিল। তবে কোথাও গিয়ে যেন ঘটে ছন্দপতন। মাঝে হঠাৎই ধারাবাহিকে প্লট থেকে বিদায় নিতে হয় শোলাঙ্কি রায়কে। অর্থাৎ সকলরে প্রিয় চরিত্র খড়িকে। যেখানে ধারাবাহিকের মূল আকর্ষণই ছিল এই জুটি, সেখানে খড়ি নেই মানতে পারছে না দর্শকেরা। এরই মাঝে গল্প এগিয়ে গিয়েছে অনেকটা। সব স্টারদের ছেলে মেয়েরা এখন বড় হয়ে গিয়েছে। তাঁদের নিয়ে শুরু হয়েছে নয়া গল্প।

তবে ঋদ্ধিকে যেন আরও একবার বিয়ে দেওয়া যায়। গল্প এতটাই দাপটের সঙ্গে উপস্থাপনা করা হয়েছে তাঁকে। তাই বলে তাঁর জীবনে নয়া প্রেম! নয়া, সম্পর্ক? মেনে নিতে পারবে না খড়ির ভক্তরা। ধারাবাহিকের প্রমোতেই তা সাফ জানিয়ে দিল নেটিজ়েনরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল খড়ি ও ঋদ্ধির জুটি। অভিনয়ে শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে টিআরপি-র তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। ফলে তাঁদের পর্দায় না পেয়ে রীতিমত মন খারাপ ভক্তদের।

কেউ লিখলেন, ‘ঋদ্ধির জীবনে কাউকে আনবেন না প্লিজ’, কারও কথায়, ‘ঋদ্বির জন্য দরকার হলে খড়িকে আবার ফিরিয়ে নিয়ে আসুন ? আমরা খড়ির জায়গায় অন্য কাউকে দেখতে চাই না’। ধারাবাহিক চলছে। চলবেও এখন। ধারাবাহিক বন্ধের কোনও ইঙ্গিতই মেলেনি। তবে যা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল, সেই খবরে এবার সিলমোহর দিলেন খড়ি। সকলের আদরের এই চরিত্র এবার শেষ করলেন গাঁটছড়া ধারাবাহিকের সফর। সাফ জানিয়ে দিলেন, তিনি এবার এগিয়ে যেতে চান, অর্থাৎ এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন খড়ি।

Next Article