Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagadhatri Serial Update: গলা শুনেই জগদ্ধাত্রীর বুক কেঁপেছিল, বোনের পাত্রের সঙ্গে এবার মুখোমুখি সাক্ষাৎ

Episode Update: পাত্র উৎসবেরই বা কি প্রতিক্রিয়া হবে বড় শালিকে দেখে, একটা সময় যাকে কেবল সেলেকে তকমা দিয়ে সে ছেড়ে দিয়েছিলেন! জগদ্ধাত্রী ধারাবাহিকের টান-টান পর্বে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

Jagadhatri Serial Update: গলা শুনেই জগদ্ধাত্রীর বুক কেঁপেছিল, বোনের পাত্রের সঙ্গে এবার মুখোমুখি সাক্ষাৎ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 3:21 PM

ছোট থেকেই জগদ্ধাত্রীর মনে ছিল এক রাজপুত্রের বাস। বোনের বিয়ের ঘনঘটার মাঝে, ধিকি ধিকি পুরোনো প্রেম ফিরে আসছে জগদ্ধাত্রীর স্মৃতিতে। তারও স্বপ্ন ছিল বিয়ে করবে, তারও স্বপ্ন ছিল মনের মানুষের সঙ্গে ঘর বাঁধার। কিন্তু জগদ্ধাত্রী সেভাবে পাড়েনি সম্পর্ক টিকিয়ে রাখতে। সবটাই আঁচ করে ঠাকুমা। জগদ্ধাত্রীর নানা কথা প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করে বসেন যে তার কোনও প্রেম আসেনি জীবনে! অকপট জগদ্ধাত্রীর মুখে একটাই উত্তর, এসেছিল। ঠাকুমার কাছে সে কিছুই লুকোতে চায় না। সে জানায়, স্কুল জীবনে ছিল একটা প্রেম ছিল বটে। ছেলেটি ছিল ভীষণ বড়লোক বাড়ির। রোজ এক-একটা নতুন গাড়িতে চড়ে সে আসত জগদ্ধাত্রীর সঙ্গে দেখা করতে।

না, এখানেই শেষ নয়, সে আরও জানায়, যে একদিন তারা লুকিয়ে দেখাও করতে গিয়েছিল। তবে ঘটনা চক্রে সে সম্পর্ক এখন অতীত। কারণ একটা সময়ের পর সেই ব্যক্তি জগদ্ধাত্রীর পাশ থেকে সরে যায়। কারণ হিসেবে জানায়, সে বড্ড বেশি সেকেলে। তবে সব ক্ষতটাি তরতাজা হয়ে ওঠে বোনের বিয়ের সময়। পাত্রের সঙ্গে কথা বলতে গিয়ে গলাটা ভীষণ চেনা চেনা লাগে। যদিও তা প্রথমটায় বুঝতে পারেনি জগদ্ধাত্রী। কিন্তু বিয়ের দিন ঠিক কী ঘটতে চলেছে! এখন সেই মর্মেই টানটান পর্ব জগদ্ধাত্রী ধারাবাহিকে। জিবাংলার এই ধারাবাহিকে একদিকে যেন রয়েছে এক পরিবারকে কেন্দ্র করে নানা সম্পর্ক বোনার গল্প, ঠিক তেমনই একটি মেয়ের দুটি দিকের ছবি ও ভিন্ন লড়াইয়ের গল্প।

বোনের বড়কে বরণ করার ইচ্ছে তার। সত্যি কি জগদ্ধাত্রী পারবে নিজের পুরোনো প্রেমিককে বরণ করে বোনের সঙ্গে বিয়ে দিতে! পাত্র উৎসবেরই বা কি প্রতিক্রিয়া হবে বড় শালিকে দেখে, একটা সময় যাকে কেবল সেলেকে তকমা দিয়ে সে ছেড়ে দিয়েছিলেন! জগদ্ধাত্রী ধারাবাহিকের টান-টান পর্বে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। সত্যিটা কি সকলের সামনে চলে আসবে! উত্তর মিলবে শুক্রবার ও শনিবারের পর্বে।