সিংহরায় পরিবারের একাধিক রহস্যের মাঝে এবার কোন সত্যির মুখোমুখি দাঁড়ালো খড়ি! স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক গাঁটছড়াতে (Gatchhora) এখন নতুন অধ্যায়। খড়ি ও ঋদ্ধির সম্পর্ক এখন বেশ মাখোমাখো, অন্যদিকে কুনাল ও বনির সম্পর্কও বেশ কিছুটা এগিয়েছে। খড়ির বাড়িতে দুর্গাপুজো (Durga Puja) নিয়ে এখন সকলের মনে বেশ আনন্দ। যে যার নিজের মতো করে এই বিশেষ দিনে নানা কাজে যুক্ত হচ্ছে। তারই মাঝে খড়ির বাড়িতে পুজোয় এসে হাজির ঠাম্মি। কথার পৃষ্টে নির্মলবাবু বলে বসলেন এ কোন কথা! মুহূর্তে অস্বস্তিতে পড়ে গেলেন ঠাম্মি। ঠাম্মির মেজ ছেলে ছিলেন! তিন ছেলে তাঁর! দুই নয়!
খড়ি সামনে দাঁড়িয়ে আছে দেখে চমকে যায় ঠাকুমা। সিংহরায় পরিবারের কোন সত্যি রাতারাতি সামনে চলে এল! কোন ধ্রুব সত্যি জেনে যেতে বসেছিল খড়ি! ঠাকুমা বিষয়টাকে সামাল দিতে গিয়ে জানান, তিনি পারমিতাকেও সন্তানের মতোই দেখেন। যদিও বিষয়টা মেনে নিতে রাজি ছিলেন না নির্মল বাবু, তিনি সাফ জানান, তিনি পারমিতার কথা বলছেন না, তিনি তো ম্যানেজারের মেয়ে। তিনি বলছেন মেজছেলের কথা। ঠাকুমা পায়ে ব্যথার প্রসঙ্গ তুলে সেই স্থান থেকে সরিয়ে দেন খড়িকে। বলেন তিনি একটু চা পান করবেন। যদিও খড়ি সেখান থেকে সরে যায় না। কী লুকোচ্ছে ঠাম্মি তা জানতে চায় সে। তাই দাঁড়িয়ে থাকে আড়ালেই।
খড়ি যে সেই স্থানে আছে তা বুঝতে পারে না ঠাম্মি। তিনি জানিয়ে দেন, তাঁর কাছে তাঁর মেজো ছেলে মৃত। শোনার পরই চমকে ওঠে খড়ি। এমন কোন সত্যি রয়েছে যা তাঁর অজানা, কেনই বা এমন একজন সদস্যকে পরিবার থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে তাঁর কোনও প্রসঙ্গই পরিবারে এত দিন ওঠেনি। পরিবারের ঠিক কে কি জানে এই বিষয়, সবটাই এখন খড়ির মনকে চাড়িয়ে নিয়ে বেড়ায়। সত্যিটা কী সে জানতে পারবে! উত্তর লুকিয়ে গাঁটছড়া ধারাবাহিকের আগামী পর্বে।