Mohana Maiti: এত দিন লুকিয়ে ছিল এই প্রতিভা? ‘গৌরী এলো’র মোহনার গোপন রহস্য ফাঁস

Gossip: শেষ সপ্তাহের TRP রিপোর্ট অনুযায়ী তলানিতে ছিল গৌরী এলোর নম্বর। তবে মোহনা বা তাঁর টিম দর্শক টানতে মরিয়া। তাই পলকে পকলে চমক এখন ধারাবাহিকে।

Mohana Maiti: এত দিন লুকিয়ে ছিল এই প্রতিভা? গৌরী এলোর মোহনার গোপন রহস্য ফাঁস

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 17, 2023 | 3:51 PM

ছোট্ট মেয়ে মোহনা মাইতি, এখনও স্কুলের গণ্ডি পেরননি, তার আগেই নিজের অনবদ্য অভিনয় গুনে সকলের নজর কেড়েছে সে। গৌরী এলো ধারাবাহিকের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ তাঁর। সেখান থেকেই বাড়তে থাকে তাঁর পরিচিতি। পর্দায় পরিণত চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাই বাস্তবে অনেকেই গৌরী অর্থাৎ মোহনাকে দেখে চিনে উঠতে পারেন না। যা নিয়ে মাঝে মধ্যেই আক্ষেপ করতে দেখা যায় তাঁকে। তবে কোথাও গিয়ে যেন ছোট্ট মোহনার কাছে এটাই সাফল্য। সে বারবার প্রমাণ করে দিয়েছে পরিণত অভিনয়ের ক্ষেত্রে তিনি বিন্দুমাত্রও ফাঁক রাখেননি। যদিও প্রথম পাঁচে থাকা এই ধারাবাহিক, দিন দিন হারাচ্ছে তার জনপ্রিয়তা।

শেষ সপ্তাহের TRP রিপোর্ট অনুযায়ী তলানিতে ছিল গৌরী এলোর নম্বর। তবে মোহনা বা তাঁর টিম দর্শক টানতে মরিয়া। তাই পলকে পকলে চমক এখন ধারাবাহিকে। ফলে অভিনয় আর লেখাপড়া নিয়েই ব্যস্ত রয়েছেন এখন মোহনা। এর বাইরে যে তিনি অন্য কিছুতেও পারদর্শী, তা অনেকেরই হয়তো অজানা। এবার নিজের সেই প্রতিভা প্রকাশ্যে আনলেন মোহনা। নিজেই সোশ্যাল মিডিয়ায় করলেন একটি পোস্ট। যা দেখে সকলেরই গেলেন চমকে।

সুন্দর আঁকতে পারেন মোহনা। একদিন তাড়াতাড়ি সেট থেকে ছুটি পাওয়ায় বহুদিন পর ঝালিয়ে নিলেন নিজের সেই প্রতিভা। ছবি শেয়ার করতেই তা পলকে ভাইরাল নেটদুনিয়ায়। মোহনার এই প্রতিভা দেখা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রসঙ্গত সদ্য তাঁর ধারাবারিক গৌরী এলো পার করেছে ৫০০ পর্ব। অভিনেত্রী অলিভিয়া মালাকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, অনেকে এই ফ্রেমে আছে আবার অনেকে নেই । যেটা আছে সেটা হল একগাদা ভালবাসা আর প্রায় আশিটা লোকের টিমওয়ার্ক । ৫০০ এপিসোড এই বাজারে চারটিখানি কথা নয় বস । এই ভাবেই এগিয়ে চলুক তোমার আমার আমাদের সকলের…গৌরী এলো। শেয়ার করলেন সেলিব্রেশনের ছবিও।