Tollywood Gossip: ‘ধন্যবাদটুকুও দিল না…’, গীতশ্রীকে নিয়ে অভিমান প্রবীর দাসের!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 14, 2023 | 1:44 PM

Tollywood Gossip: ফুটবলার প্রবীর দাস ও গীতশ্রী রায়ের প্রেমটা এখন কারও অজানা নয়। গীতশ্রীর বন্ধুমহলেও বেশ পরিচিত প্রবীর। এবার কি প্রবীরকে অজান্তেই দুঃখ দিয়ে ফেললেন গীতশ্রী?

Tollywood Gossip: ধন্যবাদটুকুও দিল না..., গীতশ্রীকে নিয়ে অভিমান প্রবীর দাসের!
গীতশ্রীকে নিয়ে অভিমান প্রবীর দাসের!

Follow Us

 

ফুটবলার প্রবীর দাস ও গীতশ্রী রায়ের প্রেমটা এখন কারও অজানা নয়। গীতশ্রীর বন্ধুমহলেও বেশ পরিচিত প্রবীর। এবার কি প্রবীরকে অজান্তেই দুঃখ দিয়ে ফেললেন গীতশ্রী? ফুটবলার মনে জমল হালকা মেঘ? সৃজলা গুহ যে গীতশ্রী রায়ের ‘বেস্ট ফ্রেন্ড’– এ কথা কে না জানে! প্রবীরের সঙ্গেও তাঁর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার সৃজলার সঙ্গেই এক ছবি পোস্ট করেছিলেন গীতশ্রী। ক্যাপশনে সৃজলাকে উদ্দেশ্য করে প্রবীর লিখেছিলেন, “বন্ধুত্ব মানে এটা নয় যে তাঁকে কতদিন ধরে চিনেছ। বন্ধুত্ব মানে তোমার জীবনে কে এসেছে, আর তোমায় ছেড়ে যায়নি”। সম্ভবত ছবিটি তুলে দিয়েছিলেন প্রবীরই। কিন্তু ক্যাপশনে সেই কথাটি উল্লেখ করেননি প্রবীর। এরপরেই দুঃখের ইমোজি দিয়ে প্রেমিকার উদ্দেশ্যে প্রবীরের বক্তব্য, “ধন্যবাদ টন্যবাদ কিচ্ছু নয়।” গীতশ্রীও ছাড়বার পাত্রী নন। তিনিও মজা করে লেখেন, “বেবি, তুমি ভাগ্যবান যে আমাদের ছবি তুলতে পেরেছ।” প্রবীর কী করেন? গীতশ্রীর কথাতেই সম্মতি জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে গীতশ্রী ও প্রবীরের প্রেম নিয়ে চলছে চর্চা। কিন্তু গীতশ্রীই তাঁর প্রথম ভালবাসা নন। ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই ফুটবলারের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও। সম্প্রতি প্রবীরের নতুন প্রেম নিয়ে টিভিনাইন বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করে। তাঁর কথায়, “আমি ওই পর্বটা থেকেই বেরিয়ে এসেছি। ও যে নতুন সম্পর্কে আছে সেটা আমি জানি। আমায় একজন বলেছিল। কিন্তু ওকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। জীবনে এগিয়ে যেতে চাই। অনেক, অনেক স্ট্রাগল করেছি।” তনুশ্রী জানালেন এই মুহূর্তে তিনি নিজেও সিঙ্গল নন। নতুন সম্পর্কে জড়িয়েছেন। খুব শীঘ্রই হয়তো বিয়েও করবেন। বললেন, “যে ধাক্কাটা খেয়েছি আর ফিরে তাকাতে যাই না। আর তা ছাড়া আমাদের তো বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই পুরনো জীবনের দিকে আর ফিরে তাকানোর কোনও ইচ্ছে নেই।” প্রবীরও আর ফিরে তাকাতে চান না প্রবীরের দিকে। আপাতত গীতেই মজে তিনি।

 

Next Article
Sritama Bhattacharjee: সিঁদুরের মূল্য আমি জানি, অপমান করতে চাইনি: শ্রীতমা ভট্টাচার্য
Devlina Kumar: ‘এতো মোটা’ থেকে ‘ইশ কি রোগা…’, ট্রোলারদের হাত থেকে নিস্তার নেই দেবলীনার