Gouri Elo: ‘আমায় একটু…’, ১৮ বছরের বড় নায়কের জন্মদিনে কোন অভিযোগ মোহনার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 01, 2023 | 4:22 PM

Gouri Elo: প্রসঙ্গত, এক সময় প্রথম তিনে থাকা ধারাবাহিক 'গৌরী এল' এখন প্রথম দশেও নেই। কারণ একটাই, স্লট পরিবর্তন করা হয়েছে ওই ধারাবাহিকে। টেলিপাড়ার ফিসফাস, আগামী দু'মাসের মধ্যেই নাকি বন্ধও হয়ে যাবে ওই ধারাবাহিক। ইতিমধ্যেই মোহনার কাছে এসেছে অন্য চ্যানেলের অফারও। তিনি কী সিদ্ধান্ত নেন, তা যদিও রয়েছে সময়ের হাতে।

Gouri Elo: আমায় একটু..., ১৮ বছরের বড় নায়কের জন্মদিনে কোন অভিযোগ মোহনার?
১৮ বছরের বড় নায়কের জন্মদিনে কোন অভিযোগ মোহনার?

Follow Us

 

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়– হঠাৎ করে নাম বললে হয়তো নাও চিনতে পারেন। ছোট পর্দায় তিনি পরিচিত ঈশান হিসেবেই। তাঁর আজ জন্মদিন। জন্মদিনে তাঁকে তাঁর হিরোইন অর্থাৎ গৌরী ওরফে মোহনা মাইতি শুভেচ্ছা জানাবেন না তা কী করে হয়? সাত সকালেই মোহনার তরফে এল শুভেচ্ছা। বিশ্বরূপের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে মোহনা লেখেন, “হ্যাপি বার্থডে হিরো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বিশ্বদা। খুব ভাল থেকো, সুস্থ থেকো।” এখানেই কিন্তু শেষ নয়, জন্মদিনেই বিশ্বরূপের বিরুদ্ধে এক অভিযোগও এনেছেন তিনি। দু’জনের বয়সের ফারাক প্রায় ১৮ বছরের। এর আগে নানা সাক্ষাৎকারে মোহনা জানিয়েছেন, শুটের ফাঁকে মাঝেমধ্যেই তাঁকে ভীষণ বিরক্ত করেন বিশ্বরূপ। তাই জন্মদিনে তাঁকে একটাই আর্জি এই স্কুলপড়ুয়ার। তিনি লেখেন, “আমায় একটু কম জালিও”।

প্রসঙ্গত, এক সময় প্রথম তিনে থাকা ধারাবাহিক ‘গৌরী এল’ এখন প্রথম দশেও নেই। কারণ একটাই, স্লট পরিবর্তন করা হয়েছে ওই ধারাবাহিকে। টেলিপাড়ার ফিসফাস, আগামী দু’মাসের মধ্যেই নাকি বন্ধও হয়ে যাবে ওই ধারাবাহিক। ইতিমধ্যেই মোহনার কাছে এসেছে অন্য চ্যানেলের অফারও। তিনি কী সিদ্ধান্ত নেন, তা যদিও রয়েছে সময়ের হাতে।

সে যাই হোক, বয়সের ফারাক থাকলেও বিশ্বরূপ ও মোহনার মধ্যে কিন্তু দারুণ সম্পর্ক। টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার অভিনয় কেরিয়ারে যে অভিনেত্রীদেরই পাই না কেন বিপরীতে, তাঁরা বয়সে আমার থেকে অনেকটাই ছোট। হ্যাঁ এটা ঠিক, যে প্রথম প্রথম মোহনা অর্থাৎ পর্দার গৌরীকে একটু সহজ করে তুলতে বাড়তি পরিশ্রম করতে হত। ওর সঙ্গে বন্ধুত্ব করা, সম্পর্কটাকে সহজ করা প্রভৃতি। তবে মোহনা ভীষণ পরিশ্রমী মেয়ে, খুব দ্রুততার সঙ্গে সবটা শিখে নিয়েছে”।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Next Article