এই তো কিছু দিন আগের কথা। টিআরপিতে প্রথম তিনে জ্বলজ্বল করত ‘গৌরী এল’ ধারাবাহিকটি। কিন্তু স্লট বদলাতেই এ কী! একদা টপার এখন নেই প্রথম দশেও। গত তিন সপ্তাহের গ্রাফ এমনটাই জানান দিচ্ছে। সদ্য ৫০০ এপিসোড পার করা ধারাবাহিকটির এ হেন ভরাডুবি নিয়ে কী বলছে পরিচালক দীপঙ্কর দে? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।
দীপঙ্করের কথায়, “কোন ধারাবাহিক কখন টেলিকাস্ট হবে, তা প্রযোজক ও চ্যানেলের সিদ্ধান্ত। পরিচালকের কাজ তাঁর নান্দনিক বিষয়টিকে মাথায় রাখা। তাই কেন চ্যানেল স্লট বদলালেন, বা ঠিক কী হল, সে বিষয়টি ওঁরাই বলতে পারবেন।” তিনি যোগ করেন, “আমরা চেষ্টা করছি যে স্লটেই দেওয়া হোক না কেন যেন সেরাটা দিতে পারি। স্লট লিড করারও একটা ব্যাপার থাকে। আমাদের কিন্তু এই স্লটেও উন্নতি হচ্ছে। ধীরে হলেও যে হচ্ছে, তা কিছুতেই ভোলা যাবে না।”
এর আগে সন্ধে সাড়ে সাতটায় জি-বাংলায় সম্প্রচারিত হত এই ধারবাহিক। তবে এখন স্লট বদলে তাকে নিয়ে আসা হয়েছে ৬ টার সময়। আর ওই স্লটে নিয়ে আসার পর থেকে এক ধাক্কায় হুড়মুড়িয়ে নম্বর কমেছে ওই ধারাবাহিকের। গত সপ্তাহ ও তার আগের সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৩.৪। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী চ্যানেলে ওই একই সময়ে সম্প্রচারিত হয় ‘রামপ্রসাদ’ ধারাবাহিকটি। তুলনামূলক বিচার করলে দেখা যাচ্ছে, বিগত তিন সপ্তাহ ধরে ‘গৌরী’র থেকে বেশি নম্বরই পেয়েছে সে। এমতাবস্থায় গৌরী ভক্তদের মন খারাপ। তাঁদের অভিযোগ, যা হচ্ছে তা একেবারেই সঠিক নয়। কোন ধারবাহিকের জন্য সরানো হল ‘গৌরী এল’কে? জি-বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। ওই ধারবাহিকই আপাতত সম্প্রচারিত হচ্ছে সন্ধে সাড়ে সাতটায়। উল্লেখ্য, টিআরপির খাতায় ওই ধারাবাহিকের পারফর্মম্যান্স কিন্তু বেশ ভাল।