Gufi Paintal: আর ফেরা হল না হাসপাতাল থেকে, প্রয়াত ‘মহাভারত’-এর ‘শকুনি মামা’

Gufi Paintal: অসুস্থ ছিলেন, এ খবর আগেই সামনে এসেছিল। তবে হাসপাতাল থেকে আর ফেরা হল না তাঁর। প্রয়াত বিআর চোপড়ার আইকনিক শো 'মহাভারত'-এর শকুনি মামা ওরফে গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯ বছর।

Gufi Paintal: আর ফেরা হল না হাসপাতাল থেকে, প্রয়াত 'মহাভারত'-এর 'শকুনি মামা'
প্রয়াত 'মহাভারত'-এর 'শকুনি মামা'
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 1:17 PM

অসুস্থ ছিলেন, এ খবর আগেই সামনে এসেছিল। তবে হাসপাতাল থেকে আর ফেরা হল না তাঁর। প্রয়াত বিআর চোপড়ার আইকনিক শো ‘মহাভারত’-এর শকুনি মামা ওরফে গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয় তাঁর। পরিবারের তরফে অভিনেতার মৃত্যুতে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে লেখা হয়, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা গুফি পেন্টাল (শকুনি মামা) আর নেই। আজ সকালেই পরিবারের সকলকে কাদিয়ে প্রয়াত হয়েছেন তিনি।” তাঁর ভাইপো সংবাদ মাধ্যমকে জানান, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এ দিন সকাল ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না তাঁর। গত ৩১ মে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। পরিবার আশা করেছিল তিনি হয়তো ফিরে আসবেন, কিন্তু না, তা আর হল না। চলে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা। শুধুমাত্র ‘শকুনি মামা’র চরিত্রেই কিন্তু তাঁর অভিনেতা সত্ত্বা আটকে ছিল না। অভিনয় করেছেন বহু টিভি শো ও ছবিতেও। এ ছাড়া বিআর ফিল্মসের সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন গুফি। কাজ করেছেন কাস্টিং ডিরেক্টর ও প্রোডাকশান ডিজাইনার হিসেবেও। তাঁকে শেষ দেখা গিয়েছে টেলিভিশন শো ‘জয় কানহাইয়া লাল কি’তে।

১৯৮৮ সালের ২ অক্টোবর শুরু হয়েছিল বিআর চোপড়া ও রবি চোপড়ার মহাভারত। আজও ওই ধারাবাহিককে কাল্ট হিসেবে গণ্য করা হয়। ওই ধারাবাহিকের শকুনির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শকুনির হিংসা, রাগ, কুচক্রী বুদ্ধি এতটাই নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরেছিলেন যে পরবর্তীতে ওই নামেই পরিচিত হন অভিনেতা। এ ছাড়াও ‘দেশ পরদেশ’, ‘দিললাগি’, ‘সুহাগ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

View this post on Instagram

A post shared by Gufi Paintal (@gufi.paintal)