আরও একটা বৃহস্পতিবার। আরও একবার টিআরপির ফলাফল। কে হল প্রথম কেই বা হল দ্বিতীয়? মিঠাই-ই বা রইল কত স্থানে? এ সবই রইল বিস্তারিত। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহেও প্রথম স্থানে ওই ধারাবাহিক। তবে আগের সপ্তাহ থেকে নম্বর কমেছে প্রায় প্রতিটি ধারাবাহিকেরই। দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। গত সপ্তাহে ওই ধারাবাহিকের নম্বর ছিল ৭.৭। এ সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৭.১। তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ওই ধারাবাহিকের গত সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর কমেছে। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৭.৩। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৬.৮। এর পরেই রয়েছে ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৩। এই সপ্তাহে সে পেয়েছে ৬.১। এর পরেই যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘বাংলা মিডিয়াম’। তারা পেয়েছে ৫.৯। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙা বউ’। সপ্তম স্থান দখল করেছে একসঙ্গে তিনটে ধারাবাহিক। এর মধ্যে রয়েছে ‘মেয়েবেলা’, ‘পঞ্চমী’ ও ‘এক্কা দোক্কা’। অষ্টম স্থানে রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। নবম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। আর দশম স্থানে জায়গা করে নিয়েছে ‘সোহাগজল’। অন্যদিকে এটিই ছিল মিঠাইয়ের শেষ সপ্তাহ। শেষবেলায় বাড়ল মিঠাইয়ের নম্বর। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ২.৬। কিন্তু বিদায়বেলায় তা পয়েন্ট ওয়ান বেড়ে দাঁড়াল ২.৭-এ। যদিও ভক্তদের মন খারাপ। আর যে টেলিভিশনের পর্দায় দেখা যাবে না প্রিয় জুটিকে।
কিছু দিন আগে পর্যন্তও একটা ট্রেন্ড দেখা গিয়েছিল টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছিল না। তবে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এল’ সেই ট্রেন্ডকেই যেন ভুল প্রমাণ করছে। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?