Bengali Serial: ‘অনুরাগের ছোঁয়া’র ঘাড়ে নিঃশ্বাস’জগদ্ধাত্রীর’! টিআরপিতে এ কী কাণ্ড
Bengali Serial: আরও এক বৃহস্পতিবার। আবারও টিআরপি চার্ট প্রকাশ্যে। হিসেব বলছে, এ বার প্রায় প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমেছে। শুধু কি তাই? আর একটু হলেই প্রথম স্থান হারাচ্ছিল 'অনুরাগের ছোঁয়া'।
আরও এক বৃহস্পতিবার। আবারও টিআরপি চার্ট প্রকাশ্যে। হিসেব বলছে, এ বার প্রায় প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমেছে। শুধু কি তাই? আর একটু হলেই প্রথম স্থান হারাচ্ছিল ‘অনুরাগের ছোঁয়া’। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। কে কোথায় রইল সেই হিসেব? গত সপ্তাহে ‘ অনুরাগের ছোঁয়া’র নম্বর দেখে দারুণ খুশি হয়েছিলেন ভক্তরা। ওই ধারাবাহিক পেয়েছিল ৯.০। যদিও এই সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে ওই ধারবাহিকের। সে পেয়েছে ৮.৪। অন্যদিকে এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’র নম্বর কমলেও ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে তাঁর ফারাক কমেছে অনেকটাই। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৩। মাত্র পয়েন্টে একে পিছিয়ে রয়েছে ওই ধারাবাহিক। আগামী দিনে বদলে যেতেই পারে হিসেব-নিকেশ। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। ওই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৮.১। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৫।
অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। সে পেয়েছে ৭.৭। না, বিয়ে-হনিমুনের নেতিবাচক প্রভাব কিন্তু মোটেও পড়েনি ওই ধারাবাহিকে। বরং ওই ধারাবাহিকের নতুন টুইস্ট বেশ পছন্দই করেছে সকলে। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। সে পেয়েছে ৭.৩। অসুস্থতা সত্ত্বেও ওই ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন রুবেল। তাই নম্বর কমলেও লিগ থেকে মোটেও ছিটকে যায়নি ধারাবাহিকটি। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’, ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘সন্ধ্যাতারা’।
বিগত দুই সপ্তাহ ধরে ‘সন্ধ্যাতারা’র পারফরম্যান্স খারাপ নয়। প্রথম দশে জায়গা করে নিয়েছে ওই ধারাবাহিক। এই মুহূর্তে ওই ধারাবাহিকের প্লট বেশ জমে উঠেছে। নতুন শ্বশুরবাড়ি মাতিয়ে রেখেছেন অন্বেষা। তিনি সুদক্ষ অভিনেত্রী, ‘এই পথ… ‘ -এ সে প্রমাণ পেয়েছেন দর্শক। তবে অনেকেরই মতে অন্বেষার অভিনয় এক ধাঁচের। প্রতি ধারাবাহিকেই ‘চুলবুলি’ তিনি। সে যাই হোক না কেন, দিনের শেষে দর্শক ফুল মার্কস দিলেই যে সফল ধারবাহিক। নবম স্থানে রয়েছে ‘ এক্কা দোক্কা’ ও ‘খেলনা বাড়ি’। অন্যদিকে এই প্রথম, সেরা দশে জায়গা করে নিয়েছে বিতর্কিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’।
একঝলকে দেখে নিন টিআরপি চার্ট
প্রথম- অনুরাগের ছোঁয়া
দ্বিতীয়- জগদ্ধাত্রী
তৃতীয়-ফুলকি
চতুর্থ- রাঙা বউ
পঞ্চম- নিম ফুলের মধু