Bengali Serial TRP: প্রথম পাঁচে নেই রূপার কামব্যাক ধারাবাহিক, এই সপ্তাহে ‘টপ ৩’ কারা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 02, 2023 | 1:00 PM

Bengali Serial TRP: আবারও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপির তালিকা। প্রথম হল কে?

Bengali Serial TRP: প্রথম পাঁচে নেই রূপার কামব্যাক ধারাবাহিক, এই সপ্তাহে টপ ৩ কারা?
টিআরপিতে এই সপ্তাহে 'টপ ৩' কারা?

Follow Us

আবারও এক বৃহস্পতিবার। আবারও প্রকাশ্যে টিআরপির তালিকা। প্রথম হল কে? কেই বা রইল দ্বিতীয় নম্বরে? জানুন বিস্তারিত। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রথম স্থানে সেই ‘অনুরাগের ছোঁয়া’। যদিও নম্বর কমেছে। টিআরপির তালিকার বলছে এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৮। গত সপ্তাহে পেয়েছিল ৯.১। এই মুহূর্তে টানটান হচ্ছে ওই ধারাবাহিক। সূর্য ও দীপার মান-অভিমানের পালায় মজে দর্শক। ধারাবাহিকের বাড়তি ইউএসপি তাঁদের দুই মেয়ে সোনা ও রূপা। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের কিন্তু নম্বর বেড়েছে। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৮.৪। অন্যদিকে এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৬। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। প্রাপ্ত নম্বর ৮.০। ‘জগদ্ধাত্রী’র মতো এই সপ্তাহে নম্বর বেড়েছে এই ধারাবাহিকেরও। গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে ওই একই স্থান ধরে রেখেছে সে। পেয়েছে ৭.৮। নম্বরও বেড়েছে বেশ খানিকটা। চমকে দেওয়া ফল করেছে ‘খেলনা বাড়ি’। গত সপ্তাহে খানিক পিছিয়ে গেলেও এই সপ্তাহে কিন্তু আবারও বেশ খানিকটা উঠে এসেছে সে। পেয়েছে ৭.৫। অন্যদিকে একই স্থানে রয়েছে ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’। দুজনেই পেয়েছে ৭.১। গত সপ্তাহের থেকে পয়েন্ট এক নম্বর কমেছে তাদের। এর পরেই রয়েছে শ্রুতি দাসের ধারাবাহিক ‘রাঙা বউ’। প্রথমদিকে সে ভাবে ভাল ফল না করলেও বিগত বেশ কিছু সপ্তাহ ধর স্লট লিড করছে এই ধারাবাহিক। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। এর পরের স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’। পেয়েছে ৬.৮।

গত সপ্তাহের শুরু হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘মেয়েবেলা’। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর পর্দায় কামব্যাক করছেন রূপা। মেয়েদের নিয়ে গল্প, মেয়েদের জীবনের লড়াই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। এই সপ্তাহে ওই ধারাবাহিকটি পেয়েছে ৬.৩। গত সপ্তাহেও ওই একই নম্বর পেয়েছিল ধারাবাহিকটি। অন্যদিকে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রায় এক বছর পর পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কিন্তু ওই ধারাবাহিকের টিআরপি বড়ই করুণ। পেয়েছে মাত্র ৪.৩।

 

দেখে নিন এক ঝলকে

অনুরাগের ছোঁয়া- ৮.৮

জগদ্ধাত্রী- ৮.৬

গৌরী এল – ৮.০

নিম ফুলের মধু — ৭.৮

খেলনা বাড়ি- ৭.৫

 

Next Article