Serial TRP: চমকে দিল ‘খেলনাবাড়ি’, নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’র, প্রথম কে?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 16, 2023 | 1:48 PM

TRP: আরও এক বৃহস্পতিবার। আরও এক বার প্রকাশ্যে টিআরপি। কে কোথায় রয়েছে, কার নম্বর বাড়ল আর কারই বা নম্বর কমে গেল কিছুটা, সে সবই রইল আপনাদের জন্য।

Serial TRP:  চমকে দিল 'খেলনাবাড়ি', নম্বর কমল 'অনুরাগের ছোঁয়া'র, প্রথম কে?
টিআরপিতে এগিয়ে কে?

আরও এক বৃহস্পতিবার। আরও এক বার প্রকাশ্যে টিআরপি। কে কোথায় রয়েছে, কার নম্বর বাড়ল আর কারই বা নম্বর কমে গেল কিছুটা, সে সবই রইল আপনাদের জন্য। এ সপ্তাহের নম্বর কমেছে বেশ কিছু লিডিং ধারাবাহিকের। যেমন ‘অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ওই ধারাবাহিক প্রথম স্থানে থাকলেও নম্বর কমে দাঁড়িয়েছে ৮.৭। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৯.০। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। নম্বর কমেছে ওই ধারাবাহিকের। পেয়েছে ৮.০। গত সপ্তাহে ওই ধারাবাহিকের নম্বর ছিল ৮.৫। পাশাপাশি এ সপ্তাহে চমকে দিয়েছে ‘খেলনাবাড়ি’। গত সপ্তাহের থেকে নম্বর কমলেও উঠে এসেছে এই ধারাবাহিক। ‘গৌরী এল’কে নামিয়ে দিয়ে সটান চলে এসেছে তৃতীয় স্থানে। পেয়েছে ৭.৫। চতুর্থ স্থানে যদিও রয়েছে ‘গৌরী এল’। ৭.৩ নম্বর পেয়ে ওই একই স্থানে রয়েছে আর এক ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।

এবার ‘নিম ফুলের মধু’কে নিয়ে হয়েছে বিস্তর ট্রোলিং। স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে যোগিনী বেশে হাজির হতে দেখা গিয়েছে প্রথম স্ত্রীকে। তা নিয়ে কম হাসাহাসি হয়নি। তবে এর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি টিআরপি তালিকায়। ভালই ফল করেছে ধারাবাহিকটি। পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙা বউ’। সে পেয়েছে ৬.৭। বিগত বেশ কিছু দিন ধরে খানিক পিছিয়েই ছিল পঞ্চমী। তবে এই সপ্তাহে তার ফল খুব একটা খারাপ নয়। সে রয়েছে ষষ্ঠ স্থানে। পেয়েছে ৬.৩। তবে ইদানিং একটা ট্রেন্ড দেখা গিয়েছে। প্রথম স্থান স্টারজলসা ধরে রাখলেও এর পর থেকে কারত পাত্তাই নেই তাঁর। সব ধারাবাহিকই প্রায় জি-বাংলার কপালে। সপ্তম, অষ্টম ও নবম স্থানে দেখা গিয়েছে যথাক্রমে ‘মেয়েবেলা’, ‘সোহাগ জল’ ও ‘হরগৌরী পাইস হোটেল’কে। দশম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। ‘মিঠাই’ জায়গা করতে পারেনি প্রথম দশে। সে রয়েছে ১১ নম্বরে।

এই খবরটিও পড়ুন

ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla