চলতি সপ্তাহে টিআরপি এল বেশ কিছুটা পরেই। আর টিআরপি আসতেই ঘটে গেল মহাধামাকা। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান ধররে রাখলেও এ সপ্তাহে ওই স্থান হাতছাড়া হল ‘গৌরী এল’-র। অন্যদিকে মিঠাই গেল আরও তলিয়ে। কেই বা হল প্রথম? সে সবই রইল বিস্তারিত। এ সপ্তাহে প্রথম হয়েছে ‘ধুলোকণা’। এই মুহূর্তে ওই ধারাবাহিকের বেশ জমাটি প্লট। আর তাই দর্শকের কাছে ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। প্রাপ্ত নম্বর ৮.৩। গত সপ্তাহ থেকে বেড়েছে বেশ খানিকটাই। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৬।
দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এল। প্রথম স্থান হাতছাড়া হয়েছে। নম্বরও কমেছে অল্প। এখানেই শেষ নয় প্রথম ও দ্বিতীয়ের নম্বরের ফারাকও রয়েছে বেশ খানিকটা। কত পেয়েছে গৌরী? টিআরপি জানান দিচ্ছে, ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। তবে চমকে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। গৌরীর সঙ্গে যুগ্ম ভাবে ওই ধারাবাহিকও তৃতীয় হয়েছে এই সপ্তাহে। এমনকি র্যাঙ্কিনও এগিয়েছে দু ধাপ। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। পেয়েছে, ৭.৫। গত সপ্তাহতেও ওই ধারাবাহিক ছিল তৃতীয় স্থানেই। ভাবছেন তো, গাঁটছড়া কোথায়? আগের সপ্তাহতেও ওই ধারাবাহিকের জায়গা হয়নি প্রথম তিনে। এই সপ্তাহেও দেখা যাচ্ছে, সেই একই চিত্র। তবে আগের বারের থেকেও এই সপ্তাহে জায়গা এক ধাপ পিছিয়ে গিয়েছে ধারাবাহিকটির।
চতুর্থ স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করেছেন ‘গাঁটছড়া’। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৩ ও ৭.২। শুরুটা তেমন না হলেও দেবচন্দ্রিমা ও প্রতীকের রসায়ন যে ধীরে ধীরে মানুষের মনে ধরছে সে কথা জানান দিচ্ছে খোদ তালিকা। ষষ্ঠ স্থানে মাধবীলতার পরেই জায়গা করে নিয়েছে ‘সাহেবের চিঠি’। অন্যদিকে মিথাই পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছে অষ্টম স্থানে। সাধভক্ষণ, মোদক বাড়িতে আনন্দ উৎসবও টিআরপি টানতে পারেনি এই সপ্তাহতেও। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪। অন্যদিকে নবম ও দশম স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’ ও ‘খেলনা বাড়ি’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৩ ও ৬.২।
ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?