Bengali Serial TRP: এবারেও প্রথম ‘অনুরাগের ছোঁয়া’, পিছতে পিছতে কত নম্বরে ‘গাঁটছড়া’? চমকে যাবেন…

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 12, 2023 | 4:29 PM

Bengali Serial TRP: আরও একটা বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে টিআরপির তালিকা। কে এগিয়ে এল আর কেই বা গেল পিছিয়ে? প্রকাশ্যে ফলাফল। গত সপ্তাহের পুনরাবৃত্তি যেন এই সপ্তাহেও।

Bengali Serial TRP: এবারেও প্রথম অনুরাগের ছোঁয়া, পিছতে পিছতে কত নম্বরে গাঁটছড়া? চমকে যাবেন...
এবারেও প্রথম 'অনুরাগের ছোঁয়া', পিছতে পিছতে কত নম্বরে 'গাঁটছড়া'? চমকে যাবেন...

Follow Us

 

আরও একটা বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে টিআরপির তালিকা। কে এগিয়ে এল আর কেই বা গেল পিছিয়ে? প্রকাশ্যে ফলাফল। গত সপ্তাহের পুনরাবৃত্তি যেন এই সপ্তাহেও। প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’ নয়, জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। বিগত দুই সপ্তাহ ধরে পিছিয়ে গিয়ে ওই ধারাবাহিক রয়েছে দ্বিতীয় স্থানে। অনুরাগের ছোঁয়া গত সপ্তাহে পেয়েছিল ৮.৯। এই সপ্তাহে তা আরও বেড়ে গিয়েছে। প্রাপ্ত নম্বর ৯.২। বিগত এক মাস ধরেই ওই ধারাবাহিকের জয়যাত্রা অব্যাহত। টানটান চলছে প্রতিটি পর্ব। প্রথম স্থানে আসা নিয়ে গত সপ্তাহেই টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। বলেছিলেন, “সবাই অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। আর সেই কারণেই টিআরপি আমার কাছে গুরুত্বপূর্ণ। দিনের শেষে দর্শক হল টপ বস। তাঁদের সিদ্ধান্তই সবার আগে। যদি কোনওদিন দশে চলে যাই, চেষ্টা থাকবে কী করে একে আসব তার, আর একে যখন এসেছি তখন চেষ্টা করে যাব কী করে আরও ভাল পারফর্ম করা যায়।”

তৃতীয় স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। প্রাপ্ত নম্বর ৮.১। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকেরও নম্বর বেড়েছে। চতুর্থ স্থানে রয়েছে ‘গৌরী এলো’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০। গত সপ্তাহের থেকে সামান্য কমেছে নম্বর। কিছুদিন আগেই শুরু হয়েছে তিয়াসা লেপচা ও নীল ভট্টাচার্যের ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ওই ধারাবাহিকের ফলাফলও খারাপ নয়। পেয়েছে ৭.৭। রয়েছে পঞ্চম স্থানে। ওই একই স্থানে একই নম্বর পেয়েছে পঞ্চম স্থানে রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল ‘পঞ্চমী’। এর পরেই জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। দর্শক ওই ধারাবাহিককে দিয়েছেন ৭.৬। ‘মিঠাই’য়ের স্থান এর পরেই সপ্তম স্থানে সে। দিন কয়েক আগেই এক বছর পূর্ণ করেছেন ‘আলতা ফড়িং’। পেয়েছে ৬.৯। নবম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। টিআরপির তালিকায় অনেকটাই পিছিয়ে গিয়েছে ওই ধারাবাহিক। পেয়েছে ৬.৭। ওই একই স্থানে রয়েছে ‘রাঙা বউ’। পেয়েছে ৬.৭। দশম স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’। পেয়েছে ৬.৪।

ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?

Next Article