Bengali Serial TRP: শুরুতেই কম নম্বর তৃণার, ‘অনুরাগের ছোঁয়া’র রেকর্ড কি ভাঙল শেষমেশ?
Serial TRP: আবারও একটা নতুন সপ্তাহ, আবারও প্রকাশ্যে টিআরপির তালিকা। বিগত দুই মাস ধরে বেঙ্গল টপার হয়ে আসছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। এই সপ্তাহে কি দেখা গেল অন্য চিত্র?
আবারও একটা নতুন সপ্তাহ, আবারও প্রকাশ্যে টিআরপির তালিকা। বিগত দুই মাস ধরে বেঙ্গল টপার হয়ে আসছে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে কি দেখা গেল অন্য চিত্র? নাকি ‘জগদ্ধাত্রী’কে সন্তুষ্ট থাকতে হল দ্বিতীয় স্থান নিয়েই? ‘মিঠাই’ এল কত নম্বরে? তৃণা সাহা ও কৌশিক রায়ের নতুন ধারাবাহিক কি দেখাতে পারল ‘খড়কুটো’র ম্যাজিক? জেনে নিন বিস্তারিত। এই সপ্তাহের প্রথম হওয়ার দৌড় বজায় রাখল ‘অনুরাগের ছোঁয়া’। যদিও গত সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর কমেছে তাঁর। প্রাপ্ত নম্বর ৯.২। অন্যদিকে এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। পেয়েছে ৮.৭। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও অপরিবর্তিত থেকেছে তাঁর নম্বর। এরই পাশাপাশি তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘গৌরী এল’। পেয়েছে ৮.৪। গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে কিছুটা।
চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। বিগত বেশ কিছু সময় ধরে বেশ ভাল ফল করছে এই ধারাবাহিকটি। পঞ্চম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। শাশুড়ি-বৌমার টিপিক্যাল গল্প দর্শক যে আদপে পছন্দই করেন সে প্রমাণই বারেবারে দিচ্ছে এই ধারাবাহিকটি। অন্যদিকে নতুন মোড় নিয়েছে ‘বাংলা মিডিয়াম’। তাই টিআরপিতে সে রয়েছে ষষ্ঠ স্থানে। পেয়েছে ৭.৪। সপ্তম স্থানে রয়েছে ‘রাঙা বউ’। প্রাপ্ত নম্বর ৬.৯। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ফিরেছে গৌরব ও শ্রুতি জুটি। তাঁদের আগের ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দর্শকের বিচারে বেশ অনেকটা সময় ধরেই ছিল টপার। তবে এই ধারাবাহিক এখনও পর্যন্ত টপার হতে পারেনি। একদা টপে থাকা ধারাবাহিক ‘গাঁটছড়া’ লোকের যে ইদানিং খুব একটা ভাল লাগছে না। তা জানান দিচ্ছে টিআরপি। ৬.৭ নম্বর নিয়ে অষ্টম স্থানে যুগ্মভাবে রয়েছে পঞ্চমী ও গাঁটছড়া। নবম স্থানে এক্কা দোক্কা ও দশম স্থানে জায়গা করে । নিয়েছে মেয়েবেলা। ‘মিঠাই’য়ের কিছুটা নম্বর বেড়েছে। প্রথম দশে জায়গা করতে না পারলেও ওই ধারাবাহিক পেয়েছে ৬.০। নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’, ‘ইচ্ছে পুতুল’ ও ‘বালিঝড়’-এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ‘মিঠাই’। নতুন ধারাবাহিক বালিঝড়ের প্রথম সপ্তাহে প্রাপ্ত নম্বর ৪.৫।
কিছু দিন আগে পর্যন্তও একটা ট্রেন্ড দেখা গিয়েছিল টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছিল না। তবে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এল’ সেই ট্রেন্ডকেই যেন ভুল প্রমাণ করছে। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?