Bengali Serial TRP: আবারও বেঙ্গল টপার ‘ধুলোকণা’, টিআরপি তালিকায় অবিশ্বাস্য সব কাণ্ড!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 06, 2022 | 1:02 PM

Bengali Serial TRP: উচ্ছ্বসিত গোটা ধুলোকণা টিম। এই সাফল্য যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। গোটা সেটেই আজ খুশির হাওয়া। এরই মধ্যে বাড়তি খুশি মানালির জন্মদিন।

Bengali Serial TRP: আবারও বেঙ্গল টপার ধুলোকণা, টিআরপি তালিকায় অবিশ্বাস্য সব কাণ্ড!
টিআরপি তালিকায় অবিশ্বাস্য ভোলবদল

Follow Us

 

আবারও টিআরপি তালিকায় ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। ‘মিঠাই’ আর ‘গাঁটছড়া’কে টপকে আরও একবার বেঙ্গল টপার হয়ে গেল লালন-ফুলঝুরির কেমিস্ট্রি। প্রাপ্ত নম্বর ৮.৩। আগের সপ্তাহের থেকেও যা বেশি। অন্যদিকে গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও গাঁটছড়া হল দ্বিতীয় আর মিঠাই এক ধাপ পিছিয়ে রইল তৃতীয় স্থানে। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৯ ও ৭.৭। গত সপ্তাহের থেকে যা কম। গত সপ্তাহে গাঁটছড়া ও মিঠাই দুই ধারাবাহিকই পেয়েছিল ৮.০।

উচ্ছ্বসিত গোটা ধুলোকণা টিম। এই সাফল্য যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের। গোটা সেটেই আজ খুশির হাওয়া। এরই মধ্যে বাড়তি খুশি মানালির জন্মদিন। সব মিলিয়ে সেটের প্রাণশক্তি আজ চনমনে। মিঠাইয়ের পরেই রয়েছে গৌরী এল। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪। অন্যদিকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, মনফাগুন, আলতা ফড়িং– এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬.৮। অনুরাগের ছোঁয়ার নম্বর কিছুটা হলেও কমেছে। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৬.৯। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। আয় তবে সহচরী যদিও রয়েছে একই জায়গায় ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১।

আগের সপ্তাহ থেকে আরও কম নম্বর পেয়ে শেষ হল খুকুমণী হোম ডেলিভারী। এই সপ্তাহে সে পেয়েছে ৪.৪। গোধূলি আলাপের নম্বর কমেছে। অন্যদিকে গুড্ডি কমে গিয়ে দাঁড়িয়েছে ২.৫। নম্বর কমেছে এই পথ যদি না শেষ হয়েরও। গত সপ্তাহের ৫.৬ এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে ৫-এ। স্থানের যেমন ওলটপালট ঘটেছে আবার ঠিক তেমনই রাজত্ব বেড়েছে ধুলোকণার। আগামী সপ্তাহেও কি একই ফলাফল বজায় রাখতে পারবে ধুলোকণা। সেই প্রার্থনাই আপাতত করছে ওই ধারাবাহিকের ভক্তরা।

 

 

ধুলোকণা- ৮.৩
গাঁটছড়া- ৭.৯
মিঠাই- ৭.৭
গৌরী এল- ৭.৪

 

Next Article