আরও এক বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা আরও একবার সামনে। এ সপ্তাহে চার্ট আসতেই হতবাক দর্শকদের একটা বড় অংশ। এ কী করে সম্ভব! উত্তেজনায় ঘুম উড়েছে সকলেরই। কেন জানেন? বহুদিন পর ‘অনুরাগের ছোঁয়া’ নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার নম্বর ৯ ছুঁয়েছে। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৯.০। গত সপ্তাহেও কিন্তু নম্বর কম ছিল না। ধারাবাহিকটি পেয়েছিল ৮.৯। অন্যদিকে দ্বিতীয় স্থানে এই বারেও রয়েছে ‘জগদ্ধাত্রী’। সে পেয়েছে ৮.৭। নম্বর বেড়েছে তাঁরও। বিগত এক মাস ধরে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। সে পেয়েছে ৮.৫। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। ‘ফুলকি’র আগমনের পর থেকেই জায়গা হারিয়েছে ‘গৌরী এল’। গৌরীর স্থানে দেখানো হচ্ছে ফুলকি। এইও মুহূর্তে প্রথম দশেও নেই ওই ধারবাহিক।
যদিও ধীরে ধীরে টিআরপিতে উঠে আসছে ‘রাঙা বউ’। শ্রুতি ও গৌরবের পুরনো রসায়নই যে পছন্দ দর্শকদের সে প্রমাণই যেন মিলছে বারংবার। ওই ধারাবাহিকেরও নম্বর বেড়েছে। সে পেয়েছে ৭.৯। বিয়ে-হনিমুনের নম্বর কমে যাওয়া নয়, বরং শ্রুতির জীবনের এখন শুধুই খুশির জোয়ার। এর পরেই রয়েছে ‘নিম ফুলের মধু’। ওই ধারাবাহিকের প্রধান অভিনেতা রুবেল দাস দুর্ঘটনায় আহত হওয়ায় এই মুহূর্তে বাড়ি থেকে শুটিং করছেন। তা সত্ত্বেও নম্বর কমার পরিবর্তে নম্বর বেড়েছে ওই ধারাবাহিকের। সে পেয়েছে ৭.৭।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’, ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘সন্ধ্যাতারা’। নবম ও দশম স্থান রয়েছে ‘খেলনাবাড়ি’ ও ‘এক্কা দোক্কা’র দখলে। এই সপ্তাহেও প্রথম দশে জায়গা হল না ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের। তবে টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে ফকির কাল সে আচমকাই পরতে পারে রাজার মুকুট। তাই আগামী দিনে কী হতে চলেছে, সে তো সময়ই বলবে।