Rubina Dilaik Pregnant: অবশেষে জল্পনার অবসান, সত্যি-সত্যি মা হচ্ছেন রুবিনা দিলায়ক

Rubina Dilaik: বাবা-মা হতে চলেছেন খুব তাড়াতাড়ি। সোশ্যাল মিডিয়ায় যৌথ পোস্ট করেছেন রুবিনা-অভিনব।

Rubina Dilaik Pregnant: অবশেষে জল্পনার অবসান, সত্যি-সত্যি মা হচ্ছেন রুবিনা দিলায়ক

| Edited By: Sneha Sengupta

Sep 16, 2023 | 1:45 PM

বেশ কিছুদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী রুবিনা দিলায়েক অন্তঃসত্ত্বা। সেই খবরের সত্যতা জানা গিয়েছে সম্প্রতি। রুবিনা এবং তাঁর স্বামী অভিনেতা অভিনব শুক্লা জানিয়েছেন, সত্যি-সত্যি সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা। বাবা-মা হতে চলেছেন খুব তাড়াতাড়ি। সোশ্যাল মিডিয়ায় যৌথ পোস্ট করেছেন রুবিনা-অভিনব।

এই মুহূর্তে মার্কিন মুলুকে আছেন তারকা দম্পতি রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা। নীল জল এবং চারপাশে পাহাড়ে ঘেরা এক জায়গায় বেড়াতে গিয়েছেন দু’জনে। ক্রুজ় থেকে ছবি পোস্ট করেছেন ভ্রমণে এবং বিশ্ববাসীকে জানিয়েছেন এই সুখবর। দম্পতির আলিঙ্গন মাখা ছবিতে স্পষ্ট হয়েছে বেবি বাম্প। রুবিনার পরনে দেখা যায় কালো টি-শার্ট, মানানসই ট্রাউজ়ার এবং ধূসর কার্ডিগন। অভিনব পরেছেন সাদা হুডি এবং নীল ডেনিম কাপড়ের প্যান্ট। দু’জনেই পরেছেন সানগ্লাস এবং স্নিকার্স।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুবিনা-অভিনব লিখেছেন, “আমরা একে-অপরকে কথা দিয়েছিলাম দু’জনে মিলে এই দুনিয়াটা ঘুরে দেখব। তারপর আমাদের বিয়ে হয়। এবার আমরা এক পরিবার হয়ে দুনিয়া দেখে বেড়াব। আমরা আমাদের পথের নতুন সঙ্গীকে শীঘ্রই আমন্ত্রণ জানাতে চলেছি।”

২০১৮ সালের ২১ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবিনা-অভিনব। বিগবসের অংশ ছিলেন রুবিনা। জিতেওছিলেন প্রতিযোগিতা। তারপর থেকেই খবরের লাইমলাইটে তিনি।