Phuchka Party: ‘আলতা ফড়িং’-এর মেকআপ রুমে হাপুস হুপুস শব্দে ফুচকায় কামড়! ভিডিয়ো পোস্ট রিমঝিমের…

Alta Phoring: অন-লাইন ফুড অ্যাপে ফুচকা! এবার সেটাও অর্ডার করে খেলেন অভিনেতা-অভিনেত্রীরা।

Phuchka Party: আলতা ফড়িং-এর মেকআপ রুমে হাপুস হুপুস শব্দে ফুচকায় কামড়! ভিডিয়ো পোস্ট রিমঝিমের...
মেকআপ রুমে ফুচকা পার্টি!

| Edited By: Sneha Sengupta

Aug 25, 2022 | 4:44 PM

এই সপ্তাহে টিআরপি লিস্টে ভালই ফল করেছে বাংলা ধারাবাহিক ‘আলতা ফড়িং’। তৃতীয় স্থান পেয়েছে তালিকায়। প্রাপ্য টিআরপি ৭.৫। তারই মধ্যে ধারাবাহিকের মেকআপ রূপের সিক্রেট ফাঁস। ফাঁস করলেন ধারাবাহিকেরই অভিনেত্রী রিমঝিম মিত্র। ব্রেক টাইমে জমিয়ে তাঁরা খেলেন ফুচকা। ধারাবাহিকের ফ্লোরে, বিশেষ করে মেকআপ রুমে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। খাওয়াদাওয়া হইহইতে কেটে যায় ব্রেক টাইম। তাঁর মধ্যে খাওয়াদাওয়া, অন-লাইন ফুড ডেলিভারি অ্যাপে পছন্দের খাবার অর্ডার দেওয়া চলতে থাকে। কখনও অর্ডার করা হয় চাইনিজ়, কখনও কন্টিনেন্টাল। এক ফ্লোরের নায়িকা অন্য ফ্লোরের নায়ককে খাবার পাঠাতে গিয়ে প্রেমেও পড়েছেন, এ রকম ঘটনাও ঘটেছে। কিন্তু অন-লাইন ফুড অ্যাপে ফুচকা! এবার সেটাও অর্ডার করে খেলেন অভিনেতা-অভিনেত্রীরা।

‘আলতা ফড়িং’ সিরিয়ালের রিমঝিম মিত্র শেয়ার করেছেন ভিডিয়ো। দেখা যাচ্ছে খোপ-কাটা প্লাস্টিকের প্রতি প্লেটে ৬টা ফুচকা সমেত টক জল, আলু মাখা, মটর ডেলিভারি করা হয়েছে। তাই-ই গপগপিয়ে খাচ্ছেন মিষ্টি সিং, অর্ণব বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসুরা। ভিডিয়োতে রিমঝিম জানাচ্ছেন, সিনিয়র অভিনেত্রী তুলিকার অনুরোধেই এই ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। কী আর করবেন? বাইরে বেরিয়ে ফুচকাওয়ালার থেকে খেতে গেলে লোকে এসে সেলফি তুলতে চাইবেন। ফুচকা খাওয়া মাটি হবে। তার উপর অত সময়ও নেই কারও হাতে। দিনরাত এক করে শুটিং করেন শিল্পী-কলাকুশলীরা। সময়ের অবকাশ পান কোথায়! তাই যতটুকু আনন্দ, এই মেকআপ রুমেই।

ফুচকা খেতে-খেতে মিষ্টি বলেই ফেললেন, এভাবে রোজ রোজ খাওয়া যাবে না টেস্টি টেস্টি ফুচকা। মাঝেমধ্যে ঠিক আছে। না হলে ওজন বাড়বে খুব। ক্যামেরায় বিশ্রি দেখতে লাগবে।