Sidharth Shukla: সিদ্ধার্থের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় কেন কিছুই লিখলেন না শেহনাজ?
Sidharth Shukla: উত্তর দিয়েছেন শেহনাজ ঘনিষ্ঠরা। জানিয়েছেন, সিদ্ধার্থকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে কোনও পোস্টই নাকি আর করবেন না শেহনাজ।

সুশান্ত সিংহ রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। গতকাল অর্থাৎ শুক্রবার ছিল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী। সিডনাজ ভক্তরা ধারণা করেছিলেন রিউমারড প্রেমিকা শেহনাজ গিল হয়তো তাঁর সোশ্যাল মিডিয়া থেকে প্রিয় মানুষের স্মৃতিচারণা করবেন। কিন্তু না, শেফালি জরিওয়ালা থেকে শুরু করে রশ্মি দেশাইসহ সিদ্ধার্থের প্রাক্তনেরাও যখন গতকাল সিদ্ধার্থ স্মরণে সামিল হয়েছেন তখন সিদ্ধার্থকে নিয়ে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক– কোথাও একটি বাক্যও খরচ করতে দেখা গেল না শেহনাজ গিলকে। তাঁর ইনস্টাগ্রাম বলছে, সেখান থেকে শেষ পোস্ট করা হয়েছে তিন দিন আগে। কেন কাছের মানুষের মৃত্যুবার্ষিকীতে এতটা চুপ ছিলেন শেহনাজ? কী করে ছিলেন নির্লিপ্ত?
উত্তর দিয়েছেন শেহনাজ ঘনিষ্ঠরা। জানিয়েছেন, সিদ্ধার্থকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে কোনও পোস্টই নাকি আর করবেন না শেহনাজ। তাঁর মৃত্যুর পর মাত্র একটি পোস্টই করতে দেখা গিয়েছিল তাঁকে। একটি গানের মাধ্যমে সিডকে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। এরপর আর সিদ্ধার্থ সম্পর্কিত কোনও কথাই তাঁকে বলতে শোনা যায়নি। কেন? সেই সূত্রের কথায়, “শেহনাজ সিডের খুব কাছের মানুষ ছিলেন। শেহনাজ জানত নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্যে বলে বেরানো কখনওই ইচ্ছে ছিল না সিদ্ধার্থের। সেই কারণেই তাঁকে নিয়ে সর্বসমক্ষে কোনও কথা শেহনাজ বলতে চাননি। সিদ্ধার্থের সঙ্গে যে সব স্মৃতি রয়েছে তা নিয়েই সারাজীবন কাটিয়ে দিতে চান তিনি। সিড ওর কাছ সব সময়েই আছে।” সূত্র আরও যোগ করেন, “গতকাল সারাদিন স্বাভাবিক ভাবেই কাটিয়েছে ও। যদিও মিডিয়ার সামনে আসতে চায়নি। এই মুহূর্তে ও এমন একজন শক্ত মনের মানুষ যে জীবনে আর কিছুতেই সে ভয় পায় না। একটা জিনিস ও বুঝে গিয়েছে এই জীবনে কখন কী হয় তা বলা মুশকিল। তাই সব পরিস্থিতির জন্যই নিজেকে তৈরি করে ফেলেছে ও। তাই ব্যক্তিগত জীবন নয়, কাজ নিয়েই কথা বলুক সকলে, এমনটাই চান শেহনাজ গিল।”
তবে শেহনাজের এই চুপ করে থাকা নিয়ে কটাক্ষ উড়ে এসেছে বহু। অনেকেই বলেছেন সিদ্ধার্থের মৃত্যুর পর , পরপর বলিউডে ব্রেক, সলমনের সঙ্গে কাজের সুযোগের কারণে নাকি রীতিমতো মাথা ঘুরে গিয়েছে তাঁর। যদিও শেহনাজ ঘনিষ্ঠরা এই কথা একেবারেই মানতে নারাজ। তাঁরা জানিয়েছেন, এখনও সেই আগের মতোই আছেন শেহনাজ গিল। শুধু জীবনের ওই একটি বড় ধাক্কা তাঁকে অনেকটাই পরিণত করে দিয়েছে। শেহনাজ শিখে ফেলেছেন জীবন যুদ্ধ আদপে কী?





