Shocking: তলানিতে টিআরপি, বন্ধের মুখে তেজস্বীর নাগিন ৬! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 01, 2022 | 3:44 PM

Tejasswi Prakash: তেজস্বীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একের পর এক ক্লিপিং। যা নিয়ে রীতিমত চর্চাও হয় সর্বত্র।

Shocking: তলানিতে টিআরপি, বন্ধের মুখে তেজস্বীর নাগিন ৬! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Follow Us

তেজস্বী প্রকাশ, এক কথায় বলতে গেলে এই সেলেবের নাম রাতারাতি ভাইরাল হয়ে যায় বিগ বসের ঘর থেকেই। বিগ বস রিয়্যালিটি শো-তে অনবদ্য খেলেছিলেন তিনি। করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কেও জড়িয়েছিলেন তেজস্বী। তবে রিয়ালিটি শো শেষ হলেও থেকে যায় এই জুটির রেশ। শো শেষ হওয়ার আগেই আসে নাগিন ধারাবাহিক থেকে ডাক। একের পর এক সেলেবরা এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছেন। তালিকায় রয়েছে মৌনি রায়ের নামও। ফলে নাগিন ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করার কাজ পাওয়া মানেই কোথাও গিয়ে যেন কেরিয়ারে এক ধাক্কায় বেশ কিছুটা এগিয়ে যাওয়া।

তেজস্বীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একের পর এক ক্লিপিং। যা নিয়ে রীতিমত চর্চাও হয় সর্বত্র। তবে এবার মিলল মন কারাপের খবর। প্রিয় স্টার তেজস্বীর নাগিন সফর সম্ভবত শেষের পথে। ২০২২ সালই নাকি শেষ করে দেওয়া হয় এই সিজ়ন। কারণ ধারাবাহিকের টিআরপি। ভাল চলছে না বর্তমান এই ধারাবাহিক। সেটে একাধিকবার তেজস্বীকে দেখা যায় করণের সঙ্গে, মজা করেই চলে শুটিং। তবে ধারাবাহিক না চলার কারণেই এক বছরের মধ্যেই তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই গোপন সূত্রে খবর। চলতি বছর ডিসেম্বর মাসেই বন্ধ হওয়ার সম্ভাবনার কথা সামনে উটে আসছে।

এখানেই শেষ নয়, সঙ্গে সামনে উঠে আসতে দেখা যায় একই সময়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক। ফলে তেজস্বী ভক্তদের এখন বেজায় মন খারাপ। প্রিয় স্টারকে আর নিত্যদিন দেখা যাবে না পর্দায়। তবে এই ধারাবাহিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মর্মে তেমন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। ফলে এখনই দুশ্চিন্তার কোনও কারণ নেই। যদিও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে। তেজস্বী প্রকাশও নতুন কোনও ধারাবাহিক বা সিনেমায় কাজ করছেন কি না, তাও প্রকাশ্যে আসেনি বি-টাউন সূত্রে।

Next Article