Hiya Dey: ‘অদ্ভুত পোজে মা কালীকে অসম্মান’! অভিযোগ উঠতেই তুলোধনা ‘পটলকুমার’কে

Hiya Dey: মা কালীকে অসম্মান, কাঠগড়ায় শিশুশিল্পী হিয়া দে। যিনি পরিচিত 'পটলকুমার' হিসেবে। হল বিস্তর ট্রোলিং, সমালোচনা করতে ছাড়লেন না নেটিজেনদের একটা বড় অংশ।

Hiya Dey: অদ্ভুত পোজে মা কালীকে অসম্মান! অভিযোগ উঠতেই তুলোধনা পটলকুমারকে
হিয়া দে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 22, 2023 | 3:50 PM

 

মা কালীকে অসম্মান, কাঠগড়ায় শিশুশিল্পী হিয়া দে। যিনি পরিচিত ‘পটলকুমার’ হিসেবে। হল বিস্তর ট্রোলিং, সমালোচনা করতে ছাড়লেন না নেটিজেনদের একটা বড় অংশ। কী এমন ছবি পোস্ট করেছেন হিয়া, যে কারণে হচ্ছে বিস্তর সমালোচনা? কালীপুজো ছিল, হিয়া পরেছিলেন সাদা রঙের একটি ফ্রক। হাঁটুর থেকে খানিক উঠেই ছিল ফ্রকটি। ঠাকুরের মূর্তিটি ছিল হিয়ার থেকে ছোট। পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই নেটিজেনরা একজোটে করেন সমালোচনা। তাঁদের মূলত দু’টি অভিযোগ।

এক, কেন মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন হিয়া? দ্বিতীয়টি, কেন হাঁটুর উপর জামা পরে পুজোতে গিয়েছেন তিনি। একজন লেখেন,”ছবিটা বসে তুলতে হতো, ভদ্র পোশাক পরতে হতো, এটা পুজো নাকি পার্টি হচ্ছে?” আর একজন লেখেন, “যেভাবে ছবিটা তোলা হয়েছে মনে হচ্ছে কালী ঠাকুর ওর বান্ধবী। বেশি পাকামি” এর আগেও বহুবার ট্রোলের মুখোমুখি হতে হয়েছে হিয়াকে। তাঁর পোশাক নিয়েও উড়ে এসেছে তির্যক মন্তব্য। কিছু দিন আগে পানীয়ের গ্লাস হাতে নিয়ে ছবি দিয়ছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন মদ্যপান করছেন হিয়া। তবে যে জায়গায় বসে ছবিটি পোস্ট করেন হিয়া তা গড়িয়াহাটের হিন্দুস্থান পার্কের এক কফি শপ। সেখানে মদ খাওয়া যায় না। ওয়াইন গ্লাসে করে হিয়া খাচ্ছিলেন ক্র্যানবেরি কফি। কিন্তু পুরোটা না জেনেই তাঁকে ট্রোল্ড হতে হয়। এর আগে ট্রোলিং নিয়ে হিয়া প্রতিবাদ করলেও এবার তিনি চুপ। কটাক্ষ কি ক্রমশ গা সওয়া হয়ে গিয়েছে তাঁর? প্রসঙ্গত, ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ২০২১ সালে তাঁর ছবি ‘নির্ভয়া’ মুক্তি পেলেও তা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।