Serial Gossip: বন্ধ হচ্ছে ‘হরগোরী পাইস হোটেল’? এবার লাইভে এসে আসল খবর ফাঁস করলেন শুভস্মিতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 16, 2023 | 1:51 PM

Viral Video: শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। শুরু হয়েছিল হইহই করে। স্টারকাস্টদের প্রোমোশন ছিল চোখে পড়ার মতো। তারই মধ্যে খবর কানে আসে টিআরপির তালিকায় সেভাবে জায়গা করতে পারছে না ধারাবাহিক।

Serial Gossip: বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? এবার লাইভে এসে আসল খবর ফাঁস করলেন শুভস্মিতা

Follow Us

গত কয়েকমাসে এসের পর এক ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আরও বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে এসেছে। তারই মধ্যে একটি হল ‘হরগোরী পাইস হোটেল’। শোনা গিয়েছিল বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। শুরু হয়েছিল হইহই করে। স্টারকাস্টদের প্রোমোশন ছিল চোখে পড়ার মতো। তারই মধ্যে খবর কানে আসে টিআরপির তালিকায় সেভাবে জায়গা করতে পারছে না ধারাবাহিক। সেই কারমেই নাকি শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তবে এই খবর সত্য নয়। এবার লাইভে এসে জানিয়েদিলেন ধারাবাহিকের অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। তিনি লাইভে এসে জানান, গুজবে কান দেবেন না, হরগৌরী পাইস হোটেল শেষ হচ্ছে না, আমরা ছিলাম, আছি, থাকবো। “হরগৌরী পাইস হোটেল”, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০ টায় শুধু মাত্র স্টার জলসায়, দেখতে থাকুন,পাশে থাকুন।

বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন ২০২৩ যে রিপোর্ট প্রকাশ্যে এসেছিল টিআরপি-র তালিকার, সেখানেই দেখা যায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রিয় অভিনেত্রীকে লাইভে দেখে অনুরাগীরাও ভিড় জমান সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত লেখেন, আপনাদের এই সিরিয়াল আমার খুব খুব ভালো লাগে, বিশেষ করে আপনাকে আমার এতো এতো এতো যে সুন্দর লাগে বোঝাতে পারব না।

প্রসঙ্গত একদিকে যেমন এই ধারাবাহিকের স্টারকাস্টদের মুখে ছিল হাসি, অন্যদিকে মেয়েবেলা ধারাবাহিক শেষ হয়ে যাওয়া নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি। টিআরপি পড়ে যাওয়াই নাকি এর কারণ। সেই জন্যই ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।  ১১ জুন এই ধারাবাহিকের শেষ শুটিং হয়। ‘মেয়েবেলা’য় রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এসেছিলেন অনুশ্রী দাস। তাঁকে নিয়ে নেটিজেনদের মধ্যে এখনও পর্যন্ত দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগে অনুশ্রী টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন, দর্শকদের মন জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন তিনি। নিজেকে উজাড় করবেন এই ধারাবাহিকের জন্য। যদিও সেই সুযোগ তিনি খুব বেশিদিন পেলেন না।

Next Article