টানা ১৪ দিন হয়ে গেল হাসপাতালের আইসিইউতেই রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁকে নিয়ে ফের একটি পোস্ট করেছেন তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোমবার সন্ধ্য়ায় করা সেই পোস্টে সব্যসাচী সকলে প্রার্থনা করতে বলেছেন ঐন্দ্রিলার জন্য। লিখেছেন, “কোনওদিনও এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। প্রে ফর মিরাক্যল। প্রে ফর সুপারন্যাচারাল। শি উজ় ফাইটিং অ্যাগেনস্ট অল অডস, বিয়ন্ড হিউম্যান (চমৎকারের জন্য প্রার্থনা করুন। অতি আশ্চর্যের জন্য প্রার্থনা করুন। ও সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে…)”।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার হালকা জ্বর এসেছে ঐন্দ্রিলার। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাঁকে। সেই অ্যান্টিবায়োটিকে কীরকম সাড়া দেন তিনি, সেদিকেই নজর রাখছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন ঐন্দ্রিলা। আছেন ঘোরের মধ্যে। সেরকম উল্লেখ যোগ্য শারীরিক উন্নতি কিছুই হয়নি।
এদিকে চিরকাল শক্ত মনে রাখা সব্যসাচীর এই পোস্ট উদ্বেগ বাড়াচ্ছে। তিনি ‘সুপারন্যাচারাল’ কিংবা ‘মিরাক্যল’, অর্থাৎ ‘চমৎকার’-এর জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, তা হলে কি খুবই সঙ্কটজনক হয়ে পড়েছেন ঐন্দ্রিলা!
অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন অনেকেই। ১ নভেম্বর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। হঠাৎই স্ট্রোক হয় বছর ২৪শের ঐন্দ্রিলা শর্মার। তাঁকে ভর্তি করতে হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে। প্রথমদিন থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শরীরের একটা দিক অসাড় হয়ে গিয়েছে। সঙ্কটজনক হলেও মাঝে ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছিলেন ঐন্দ্রিলা। তাঁর জ্বরও চলে গিয়েছিল। হাত নাড়ছিলেন। চোখ খুলে তাকিয়ে ছিলেন। তারপর ফের নতুন করে সংক্রমণ ধরা পড়ে। ফের অবনতি হতে থেকে। তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে। দু’দুবার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলার আরোগ্য কামনা করে TV9 বাংলা।