Rubel Das: দু’পায়ে প্লাস্টার, শুটিং সেটে ঠিক কী হয়েছিল রুবেলের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 20, 2023 | 1:12 PM

Viral Post: পায়ে প্লাস্টার করা হয়। এখন বেশ কিছুদিন থাকতে হবে বিশ্রামেই। সেই ছবি এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর বান্ধবী তথা প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য।

Rubel Das: দুপায়ে প্লাস্টার, শুটিং সেটে ঠিক কী হয়েছিল রুবেলের

Follow Us

বুধবারই মিলেছিল খবর। অসুস্থ রুবেল। শুটিং সেটে এক দুর্ঘটনার জেরে পায়ে চোট পান অভিনেতা। বর্তমানে তিনি নিম ফুলের মধু ধারাবাহিকে শুটিং করছেন। সেই ধারাবাহিকেরই একটি অংশে বাস থেকে লাফিয়ে নামার সিক্যোয়েন্স ছিল। সেই দৃশ্যে শুট করতে গিয়েই গোড়ালিতে আঘাত পান রুবেল। এরপরই পায়ে প্লাস্টার করা হয়। এখন বেশ কিছুদিন থাকতে হবে বিশ্রামেই। সেই ছবি এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর বান্ধবী তথা প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। না, কেবল ছবি পোস্টই নয়, সঙ্গে একটি দীর্ঘ পোস্টও করেন তিনি। রুবেলের উদ্দেশে লিখলেন এক আবেগঘন বার্তা। যন্ত্রণা নিয়েও অভিনেতার মুখে লেগে রয়েছে হাসি। পরিবারের সকলের সঙ্গে তিনি হাসছেন, খেলছেন।

সেই সুবাদেই শ্বেতার খোলা চিঠি, ”জানি খুব কষ্ট হচ্ছে তোমার, তাও বাড়ির সবার সঙ্গে হেসে খেলে থাকছো,,, নিজের কষ্টটা কাউকে বুঝতে দিচ্ছো না,,, জ্বর এসেছে এখন, যন্ত্রনাটাও বেড়েছে,,, তার মধ্যেও আমাকে হাসানোর চেষ্টা করছো…. ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমি জানি, সকলের শুভ কামনা আর তোমার মনের জোর তোমাকে খুব তাড়াতাড়ি আবার দাঁড় করাবে.. তুমি দাঁড়াবে,তুমি দৌড়বে, তুমি নাচবে,,,, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, সারা জীবন ।”

রুবেল ও শ্বেতার প্রেমকাহিনি কারও অজানা নয়। দর্শক মাঝে শ্বেতা-রুবেল জুটি বেশ হিট। এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় দিনগুনছেন ভক্তরা। যদিও শ্বেতা এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে নিম ফুলের মধু ধারাবাহিকে চুক্তিবদ্ধ রুবেল। তাই এখনই যে জুটির একসঙ্গে দেখা মালছে না, তা এক কথায় স্পষ্ট হয়ে গিয়েছে।  তবে তাঁরা যে একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তা অস্বীকার করার কোনও অবকাশ নেই। রুবেলের স্বাস্থ্যের এই অবস্থা দেখে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন।

Next Article