শহরের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে সম্প্রতি শুট করিয়েছেন বাঙালি অভিনেত্রী ইধিকা পাল। লাল রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন তিনি। সঙ্গে ছিল খোলামেলা ব্লাউজ়। গায়ে ছিল না ওড়না কিংবা দোপাট্টা। মাথার চুল ছিল খোলা। চোখে গাঢ় কাজল। আর সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তাঁর ক্লিভেজ। কাব্যিক বাংলায় যেটিকে বলা হয় ‘বক্ষবিভাজিকা’। আর সহজ বাংলায় বুকের খাঁজ। এই খাঁজ দেখেই আর্তনাদ এক ভক্তের। কেবল তিনি নন, তাঁর আরও অনেক অনুরাগী কমেন্ট বক্স ভরিয়েছেন, অনেকে অভিমান করেছেন। কেউ করেছেন ছিছিক্কার।
সম্প্রতি বাংলাদেশে শাবিক খানের বিপরীতে ‘প্রিয়তাম’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই নায়িকা সেই প্রথম বড় পর্দায় মুখ দেখালেন। তাই ওপার বাংলায় তাঁর অনুরাগীদের জন্ম হয়েছে বেশি কিছু। তাঁদেরই একজন ইধিকার প্রতি অভিমান করেছেন। এই ব্যক্তি মনে-মনে ইধিকাকে তাঁর প্রিয়তমার আসনেও বসিয়েছেন। তিনি লিখেছেন, “আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম।” তাঁর নীচে আরও এক ভক্ত লিখেছেন, “এ গুলো আশা করিনি তোমার থেকে।”
এখানেই শেষ নয়। ইধিকাকে গালিগালাজও করেছেন কেউ-কেউ। বলেছেন, “ফেম (খ্যাতি) এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।” একজন ইধিকার বাড়ির লোকজনকেও টেনে এনে লিখেছেন, “ছিঃ। এসব বাড়ির মানুষ দেখে না।”
অন্য এক অনুরাগী আবার লিখেছেন, “তথাগত ঘোষের (জনপ্রিয় ফটোগ্রাফারের নাম) ফোটোগ্রাফিতে এরকম পোশাকই পরে সবাই। কিন্তু তোমাকে কেন জানি না এটাতে দেখতে ভাল লাগছে না। সরি ইধিকা। নিজের আভিজাত্যকে বজায় রাখো।” কেউ লিখেছেন, “ছবি করেই খুলে ফেলেছে। আর একটা ফিল্ম করলে কিছুই রাখবে না।” আবার কারও মন্তব্য, “সিরিয়াল থেকে ফিল্ম করলে বুঝি এমনই করতে হয়।” সবাই তো এসব লিখছেন। এবার প্রশ্ন হল, “ইধিকা কি পড়ছেন সব মন্তব্য়?”
এতশত কটাক্ষ এবং অভিমানের মাঝে কেউ আবার তুলে এনেছেন সেই ভাইরাল সংলাপ, “So beautiful so elegant just looking like a wow।”