অভিনেত্রী তিথি বসু (Tithi Bose), ছোটবেলার অভিনয় জগতে হাতেখড়ি তাঁর। জনপ্রিয় মা ধারাবাহিক থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী তিথি বসু। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তিনি প্রথম থেকেই। ছোট বয়স থেকেই তাঁকে নিয়ে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। কখনও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়, কখনও হতে হয়েছে ট্রোলের শিকার। এবার সোশ্যাল মিডিয়ায় উপস্থিত তিনি। খুলেছেন নিজের নতুন ইউটিউব চ্যালেন। দেড় মাস হল তাঁর সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। ইউটিউব চ্যানেলে এসে সেই প্রসঙ্গেও মুখ খুলছিলেন তিনি। ২৪ ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। প্রেমিকার জন্মদিনে প্রেমিক দেবায়ুধ পাল এক ভালবাসা ভরা ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু জন্মদিনের পরের দিনেই সম্পর্কে ইতি টানলেন ঝিলিক নিজেই।
জানিয়ে দিয়েছিলেন, তিনি আর দেবায়ুধ আর একসঙ্গে নেই। লেখেন, “আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” জানা যাচ্ছে, সম্পর্কের মধ্যে পরিবারের হস্তক্ষেপের কারণেই তা থেকেই সরে আসেন তিথি। জানান, ”কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভাল চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।”
তবে এবার কি সেই ভাঙা মনকেই জোড়া দিতে চান তিথি! নিজেই জানিয়েছিলেন ছেলেদের ঠিক কোন বিষয়টা তাঁকে বেশ আকর্ষণ করে। তিথির কথায়, তিনি বারে বারে বলেছেন তাঁর বাইক পছন্দ। তাই বলে বাইক থাকলেই যে তাঁর সঙ্গে প্রেম হবে এমনটা নয়। অথচ বাইক থাকলে যে তাঁর মন গলবে এই ইঙ্গিত তিনি স্পষ্ট দিয়ে দেন তাঁর ভিডিয়োর মাধ্যমে। জানান দুচাকা থাকবে এমন একটা প্রেমিকই তিনি পেতে চান। কারণ বাইকে করে ঘুরতে তাঁর বেশ ভাল লাগে।