Tollywood Gossip: রবীন্দ্রসঙ্গীত গাইতে উঠে এ কী কাণ্ড ইন্দ্রাণীর! ভুল করে গেয়ে ফেললেন কার গান?
Tollywood Gossip: ইন্দ্রাণী হালদার-- বহু দিন ধরেই তাঁর সেলুলয়েড যোগ। এ হেন ইন্দ্রাণীই এবার ঘটিয়ে ফেললেন এক মস্ত বড় ভুল। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেখানেই ইন্দ্রাণীর ভুল কিন্তু চোখ এড়ায়নি নেটিজেনদের।
ইন্দ্রাণী হালদার– বহু দিন ধরেই তাঁর সেলুলয়েড যোগ। এ হেন ইন্দ্রাণীই এবার ঘটিয়ে ফেললেন এক মস্ত বড় ভুল। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেখানেই ইন্দ্রাণীর ভুল কিন্তু চোখ এড়ায়নি নেটিজেনদের। কোনও এক মাচা শো-য়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর কাছে এসে পৌঁছয় গানের অনুরোধ। তিনি দাবি করেন, খুব ভাল রবীন্দ্রসঙ্গীত গান তিনি। কিন্তু এর পরেই ঘটে যায় সেই কাণ্ড! রবীন্দ্রসঙ্গীত গাওয়ার বদলে তিনি শুরু করেন, “ধনধান্যে পুষ্পে ভরা’ যা আদপে দ্বিজেন্দ্রগীতি। ভিডিয়োটিউ ভাইরাল হতেই, ট্রোলের বন্যা। তৈরি হয়েছে মিমও। ইন্দ্রাণীর মতো অভিনেত্রীর কী করে এমন ভুল হয়ে গেল, সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভিনাইন। তবু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কন্টেন্ট এখন নেটিজেনদের মিমের নতুন রসদ।
বরাবরই সোজাসাপটা ইন্দ্রাণী। টিভিনাইন বাংলাকে এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আজও ভালবাসতে ভালবাসেন তিনি। পড়েন প্রেমে। বলেছিলেন, ” “যতবারই প্রেমে দাগা খাই না কেন, বার বার প্রেমে পড়ব। এটা একটা রেজ়লিউশন। আমি কিন্তু একদম ইয়ার্কি করছি না।” আর স্বামী? জানিয়েছিলেন স্বামীরও বান্ধবী আছে, কিন্তু দু’জনের মধ্যে দারুণ বোঝাপড়া।
View this post on Instagram