এমনিতে তিনি হাসিখুশি– কিন্তু অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের জীবনেও রয়েছে এক আফসোস। শত চেষ্টা করেও মা হওয়া হল না তাঁর। বছর কয়েক আগে এক রিয়ালিটি শো-য়ে মনের কথা উজাড় করেছিলেন তিনি। ইন্দ্রাণী বলেন, ““আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম যে, মা-ই হতে পারলাম না। সন্তানের জন্ম দেওয়া হল না। সেটাই আমার আর আমার স্বামীর (ভাস্কর রায়) আফসোস।”
তিনি যোগ করেছিলেন, ‘ভাস্কর সব সময় বলে , ‘‘সারা জীবন অন্যদের জন্য ভেবে গেলে।’’ একটা সময় অবশ্য আমরা চেষ্টা করেছিলাম বাচ্চার জন্য। কিন্তু তখন দু’জনের বয়সই বেড়ে গিয়েছে। আমার চল্লিশের বেশি হয়ে গিয়েছিল। তখন আমরা চেষ্টাই বন্ধ করে দিই। তবে আমার দত্তক নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভাস্কর চায়নি। তাই মা হওয়া আমার হল না। আমি অক্ষম। এই ক্ষোভটাই রয়ে যাবে সারা জীবন।”
নিজে মা হতে না পারলেও ভরা সংসার তাঁর। এই ইন্ডাস্ট্রি তাঁকে দিয়েছে ভরপুর ভালবাসা। অনেক ‘সন্তান’ও হয়েছে তাঁর। রক্তের সম্পর্ক না থাকলেও একসঙ্গে তাঁদেরকে নিয়েই চলতে ভালবাসেন তিনি। হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। মিলিয়ে-মিশিয়ে জীবনকে সোজাপথেই চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।