
তিক্ততা যে মুছেছে সে আভাস আগেই দিয়েছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। খুশি ছিলেন ভক্তরা। আর এই খুশির মহলের মধ্যেই আরও এক আনন্দের খবর দিলেন দু’জনে। অর্ণব ও ইপ্সিতার সংসারে এল নতুন অতিথি। ছবি শেয়ার করেছেন ইপ্সিতা নিজেই। নতুন সদস্যের নাম ‘চমচম’। আদপে সে এক পার্শিয়ান বিড়াল। ইপ্সিতা ও অর্ণবের সংসারে এখন সেই চোখের মণি। কী হয়েছিল অর্ণব-ইপ্সিতার? এখন আলাদা হয়েছিলেন তাঁরা?
২০২২-এর শুরুতেই আইনি বিয়ে সেরে নেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়। হাতে আংটি পরে হাসি-হাসি মুখে পোস্টও করেন সেই সব ছবিও। তবে গত বছরের শেষ থেকেই আচমকা রটে তাঁরা আর একসঙ্গে থাকছেন না। ওঠে পরকীয়া এমনকি মারধরের মতো গুরুতর অভিযোগও। এমনকি গত বছর শেষের দিকে তাঁদের যে সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল তাও ভেস্তে যায় বলেই খবর। তবে গত ১৬ মার্চ একটি ছবি শেয়ার করেন অর্ণব। ছবি না বলে বলা যায়, বোমা ফাটান তিনি। একটি ছবি পোস্ট করেন। যে ছবিটি দার্জিলিংয়ের বিজনবাড়িতে তোলা। ছবিতে অর্ণব ও ইপ্সিতা– দুজনেই রয়েছেন, তবে দুজনেই আউট অব ফোকাস। দুজনে একসঙ্গে ঘুরতে গিয়েছেন। ছবি দেখে খুশি হন নেটিজেন। খুশি হন অনস্ক্রিন নায়িকা খেয়ালি মন্ডলও।
দু’জনের আলাপ কাজের মধ্যে দিয়েই। একই ধারাবাহিকে অভিনয় করতে দু’জনেই। তবে ওই ধারাবাহিক অর্ণবের নায়িকা নয়, বরং ইপ্সিতাকে দেখা যেত তাঁর বৌদির চরিত্রেই। অর্ণবের সঙ্গে প্রথম দিকে মেনে নেয়নি ইপ্সিতার পরিবার। মা চেয়েছিলেন মেয়ে কাজের দিকে আরও কিছুটা সফল হোক। কিন্তু বাস্তবে কিন্তু তা হয়নি। দু’বছর সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এরপর বিয়ের পর অশান্তি, তবে সব কাটিয়ে আপাতত দুজনেই প্রেমে মত্ত। গত বছর বিয়ে ভাঙলেও কাজের দিক দিয়ে বেশ ভাল গিয়েছে ইপ্সিতার। ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। ছবির নাম ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। অন্যদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে অর্ণবের ধারাবাহিক। আপাতত নতুন কাজের খোঁজে তিনি।