
অনস্ক্রিন তাঁরা দেওর বৌদি। একটি ধারাবাহিকেই নয়, পরপর দু’টি ধারাবাহিকেই দেওর বৌদির ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। তাঁদের অর্থাৎ অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়। আজ অর্থাৎ শুক্রবার অর্ণবের জন্মদিন। বাস্তবে গত বছরই আইনি বিয়ে হয়ে গিয়েছে ইপ্সিতা ও অর্ণবের। মাঝে ভুল বোঝাবুঝি হলেও আবারও তাঁর এক। অর্ণবের বিশেষ দিনে তাই আদরমাখা পোস্ট ইপ্সিতা। দিলেন সারপ্রাইজও। বাহারি আলো ও রকমারি কেকের সাহায্যে মধ্যরাতেই অর্ণবের সঙ্গে ছবি শেয়ার করে ইপ্সিতা লেখেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অর্ণব।” শুধু ইপ্সিতাই নয়, ছবিতে শুভকামনা জানিয়েছেন অন্যান্যরাও। আগামী দিনে একই ভাবে তাঁরা যেন ভালবাসায় থাকেন, ভাল থাকেন, এমনটাই প্রার্থনা তাঁদের।
প্রসঙ্গত, ‘আলো ছায়া’ ধারাবাহিক থেকেই শুরু হয়েছিল অর্ণব ও ইপ্সিতার প্রেম। চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরা। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই শুরু হয় অশান্তি। গত বছর তাঁদের সামাজিক বিয়ে করার কথা থাকলেও তা হয়নি। নেপথ্যে এসেছিল পরকীয়ার গুঞ্জন। শোনা গিয়েছিল সহ অভিনেতার সঙ্গে অর্ণবের প্রেমের গুঞ্জনও। আলাদাও থাকতে শুরু করেন তাঁরা। তবে এর বেশ কিছু মাস পর বিজনবাড়িতে দু’জনের হাসি হাসি ছবিই বুঝিয়ে দিয়েছিল, বরফ গলেছে। এই মুহূর্তে ‘জল থই থই ভালবাসা’য় একসঙ্গে কাজ করছেন অর্ণব ও ইপ্সিতা। এখানেই তাঁরা সেই দেওর-বৌদির ভূমিকাতেই।