সোশ্যাল মিডিয়ায় অভিনয় করতে পারব না: ইকবাল খান

ইকবাল মনে করেন, ভাল কাজ শেষ কথা। জনপ্রিয় হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বৃদ্ধির কোনও প্রয়োজন নেই।

সোশ্যাল মিডিয়ায় অভিনয় করতে পারব না: ইকবাল খান
ইকবাল খান।
Follow Us:
| Updated on: May 24, 2021 | 8:50 PM

ইকবাল খান (Iqbal Khan)। হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছুটা ব্যতিক্রম ইকবাল। গত বছর টুইটার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আর এ বার ছেড়ে দিলেন ইনস্টাগ্রামও (Social Media)।

সোশ্যাল প্ল্যাটফর্মে না থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে ইকবাল বলেন, “এখানে আমার জন্য কিছু নেই। আমি দেখেছি, কোনও পোস্ট লিখলে আলাদা কিছু হয় না। সোশ্যাল মিডিয়ায় যা হয়, আ দেশের আসল চেহারা নয়।”

ইকবাল মনে করেন, ভাল কাজ শেষ কথা। জনপ্রিয় হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বৃদ্ধির কোনও প্রয়োজন নেই। তিনি বরাবরই প্রাইভেট পার্সন। কাউকে খুশি করার জন্য কিছু বলতে পারেন না বলে জানিয়েছেন।

ইকবালের কথায়, “আমি অভিনয় করি পর্দায়। সোশ্যাল মিডিয়ায় অভিনয় করতে পারব না। নিজের যেটা মনে হচ্ছে, সেটা তো বলতে পারি না। অন্যকে সাহায্য করছে কি ভিডিয়ো তৈরি করার জন্য? যা নকল, তা ধরা পড়ে যায়। আর আজকাল তো খুব সাধারণ বিষয়েও অভিনেতাদের বিচার করা হয়। অন্তত এই সময়টা আরও সেনসেটিভ হওয়া আমাদের কর্তব্য।”

প্যানডেমিকের মধ্যেও বহু সেলেব তাঁদের ছুটির মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তারই তীব্র সমালোচনা করেছেন ইকবাল। তিনি মনে করেন, সকলে এই সুযোগ পান না। সে কারণে সোশ্যাল মিডিয়ায় অন্তত এ সময় লোক দেখানো কিছু না করাই ভাল বলে মনে করেন তিনি।

আরও পড়ুন, সন্তান হোক সুস্মিতার মতো, এমন ইচ্ছে প্রকাশ করলেন চারু