শহরে এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। হেমন্তের হিমেল হাওয়া গায়ে শিরশিরানি ধরালেও জাঁকিয়ে শীত আসতে ঢের দেরি। তবে টলিপাড়ার গুঞ্জন বলছে, পিলু ওরফে মেঘা দাঁ-র মনে এখন বসন্তের আনাগোনা। তিনি নাকি প্রেম করছেন! আর সেই প্রেমের সূত্রপাত নাকি নাচের মধ্যে দিয়েই! কে প্রেমিক? আপনি যদি ‘ডান্স বাংলা ডান্স’ দেখে থাকেন তবে কোরিওগ্রাফার সৈকত দত্তকে চিনবেন নিশ্চয়ই। শোনা যাচ্ছে, সেই সৈকতের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। ভাবছেন তো, কোরিওগ্রাফার আর অভিনেত্রীর মধ্যে আলাপ কী করে? নাচের প্রতি ভালবাসা, আর নাচের প্রতি প্রেমই নাকি রয়েছে এর নেপথ্যে। শো-বিজে মেঘার প্রবেশ যে রিয়ালিটি শো’র মধ্যে দিয়েই। তিনি ছিলেন নাচের ওই রিয়ালিটি শো-র প্রতিযোগী। ফাইনালেও পৌঁছেছিলেন মেঘা। সেখান থেকেই ব্রেক মেলে ধারাবাহিকের। তারপরের গল্পটা সকলেরই জানা।
এ তো গেল গুঞ্জনের গল্প! মেঘা কী বলছেন? সত্যতায় শিলমোহর খুঁজতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। সদ্য ‘পিলু’ শেষ হয়েছে। আপাতত বাড়িতে রয়েছেন মেঘা। এই মুহূর্তে নতুন কাজের তাড়া নেই, নেই কলটাইমের ঝঞ্ঝাটও। সৈকতের সঙ্গে প্রেম? প্রশ্ন করতেই সরাসরি অস্বীকার পিলুর। সাফ কথা, দুজনেই ছোটবেলার বন্ধু। ব্যস, এর থেকে বেশি আর কিচ্ছু নেই তাঁদের মধ্যে। তাঁর কথায়, “এখন যা কিছু বলে দিলেই হল। কিছুদিন আগে রটেছিল আমি নাকি গৌরবদার (রায় চৌধুরী) সঙ্গে সম্পর্কে রয়েছি। আর একদিন দেখি এক ইউটিউব চ্যানেল আমার স্যরকে নিয়ে আমার নামে গসিপ লিখে দিয়েছে। আমি মোটেও প্রেম করছি না। একেবারে সিঙ্গল। যদি প্রেম করি লুকিয়ে না রেখে প্রথমেই সবাইকে বলে দেব।” মেঘা অস্বীকার করলেও ঘনিষ্ঠ মহল বলছে, যা রটেছে তা ঠিকই। প্রেম চলছে পুরোদমেই। আর কথাতেই তো বলে, “যা রটে তার কিছু তো ঘটেই”।
সদ্য ধারাবাহিক শেষ হয়েছে মেঘার। চলছে আগামী ধারাবাহিকের কথাও। তবে নতুন কাজ শুরু করার আগে আপাতত ব্রেক নিতে চান তিনি। এরপরেই চিন্তাভাবনা চলবে আগামী ধারাবাহিকের।