Bengali Serial: বাজল বিদায় ঘণ্টা! রূপা চলে যেতেই শেষ ‘মেয়েবেলা’? ক্ষোভ সর্বত্র

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 02, 2023 | 12:07 PM

Bengali Serial: রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল ধারাবাহিক 'মেয়েবেলা'র টিআরপি। সম্প্রতি স্লট পরিবর্তন হয়েছে ওই ধারাবাহিকের। সূত্র বলছে, টিআরপি পড়ে যাওয়াই নাকি এর কারণ। তবে শুধু স্লট পরিবর্তনই নয়। শোনা যাচ্ছে, ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

Bengali Serial: বাজল বিদায় ঘণ্টা! রূপা চলে যেতেই শেষ মেয়েবেলা? ক্ষোভ সর্বত্র
রূপা চলে যেতেই শেষ 'মেয়েবেলা'?

Follow Us

 

রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি। সম্প্রতি স্লট পরিবর্তন হয়েছে ওই ধারাবাহিকের। সূত্র বলছে, টিআরপি পড়ে যাওয়াই নাকি এর কারণ। তবে শুধু স্লট পরিবর্তনই নয়। শোনা যাচ্ছে, ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। রটেছে নতুন স্লটে ধারাবাহিকটি টেলিকাস্ট করতে রাজি নন নির্মাতারা। তাই সে ক্ষেত্রে বন্ধের দিকেই নাকি ভাবছেন তাঁরা। এও শোনা যাচ্ছে আগামী ১১ জুন এই ধারাবাহিকের শেষ শুটিং হবে। যদিও নির্মাতাদের তরফে অফিসিয়ালি এখনও এ নিয়ে মুখ খোলেননি কেউই। তবে মেয়েবেলা বন্ধ হয়ে যাওয়ার খবর রটতেই শুরু হয়েছে তীব্র ধিক্কার। সামাজিক মাধ্যমে এ খবর চাউর হতেই অনেকেই ধারাবাহিকটি সম্প্রচারকারী চ্যানেলকে বয়কটের ডাক দিয়েছে। তাঁদের একটাই অভিযোগ, “কেন অনুশ্রী দাসকে আরও একটু বেশি সময় দেওয়া হচ্ছে না?
প্রসঙ্গত, ‘মেয়েবেলা’য় রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এসেছেন অনুশ্রী দাস। তাঁকে নিয়ে নেটিজেনদের মধ্যে এখনও পর্যন্ত দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগে অনুশ্রী টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন, দর্শকদের মন জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন তিনি। নিজেকে উজাড় করবেন এই ধারাবাহিকের জন্য। তবে কি অনুশ্রীর এই আন্তরিক প্রচেষ্টা চোখে পড়ছে না দর্শকের? শুরু থেকে এই ধারাবাহিকটিকে নিয়ে কম জলঘোলা হয়নি। ধারাবাহিকে বীথিকা চরিত্রটির অফার অতীতে ইন্দ্রাণী হালদার থেকে শুরু করে লাবণী সরকারের কাছেও গিয়েছিল। তবে তাঁরা কেউই সেই অফার নেননি। রূপা গঙ্গোপাধ্যায় গ্রহণ করেন অফার। যদিও রূপার অভিযোগ ছিল, ধারাবাহিকের চিত্রনাট্যে যেভাবে বধু নির্যাতনকে প্রচার করা হচ্ছে তা অনৈতিক। ধারাবাহিকটি মাঝপথে ছেড়ে দেন তিনি। এর পর জল গড়িয়েছে বহু দূর। তা কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।

 

 

Next Article