Serial Update: সময় পাল্টাচ্ছে ‘পিলু’, বড়সড় বদল আসছে ধারাবাহিকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 04, 2022 | 6:49 PM

Pilu: রাতের বেলায় রিপিট টেলিকাস্ট হয় ধারাবাহিকের। সে সময়ও দর্শক বসে থাকেন টেলিভিশনের সামনে। কেবল 'পিলু' দেখবেন বলে।

Serial Update: সময় পাল্টাচ্ছে পিলু, বড়সড় বদল আসছে ধারাবাহিকে
'পিলু'।

Follow Us

প্রতিদিন সন্ধ্যা ০৬.৩০টায় টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে ‘পিলু’। তবে এবার ‘পিলু’র আসার সময় পাল্টাচ্ছে। জানা গিয়েছে, সেই সময় অন্য একটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে। ‘পিলু’ জায়গা পাবে আরও একটু রাতের দিকে। গুজব যে সত্যি, তা জানালেন ‘পিলু’ ধারাবাহিকের আহির। অর্থাৎ, অভিনেতা গৌরব রায়চৌধুরী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প। সেই গল্পে যেমন রয়েছে প্রেম, তেমনই হয়েছে বিরহ ও ষড়যন্ত্র। আর রয়েছে মন মাতান শাস্ত্রীয় সঙ্গীত। রাতের বেলায় রিপিট টেলিকাস্ট হয় ধারাবাহিকের। সে সময়ও দর্শক বসে থাকেন টেলিভিশনের সামনে। কেবল ‘পিলু’ দেখবেন বলে। গানের সঙ্গে দারুণ নৃত্য পরিবেশনও করে পিলু, অর্থাৎ অভিনেত্রী মেঘা। তারই ওস্তাদজি TV9 বাংলার কাছে মুখ খুলেছেন এবার।

পিলুর ওস্তাদজি হলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী, ধারাবাহিকের হিরো। TV9 বাংলাকে তিনি বলেছেন, “এখন তো আমাদের সিরিয়াল সম্প্রচারিত হয় সন্ধ্যা ০৬.৩০টায়। কিন্তু সময় পাল্টে দেওয়া হবে। ১৫ তারিখের আগে চ্যানেল সেটা জানিয়ে দেবে। কিন্তু ঠিক কোন কারণে সিরিয়ালের সময় পাল্টানো হচ্ছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরোটাই ক্রমশ প্রকাশ্য বিষয়।”

ধারাবাহিকে মেঘা (পিলু) ও গৌরবের (আহির) রসায়ন এক্কেবারে অন্যরকম। ছাত্রী ও গানের ওস্তাদজির বিয়ে হয়েছে। কিন্তু ওস্তাদজির ধ্যানজ্ঞান কেবলই সঙ্গীত চর্চা। তিনি গান ছাড়া আর কিছুই বোঝেন না। জানেনও না।

রিয়্যালিটি শো থেকে সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়েছেন মেঘা। এটাই তাঁর প্রথম ধারাবাহিক। পিলু সে-ই। হনুমানজির ভক্ত। কথায়-কথায় তাঁকেই স্মরণ করে পিলু। অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে চরিত্রটি। গৌরবও বরাবরের মতো মাতিয়ে রাখছেন শো, সেই সঙ্গে অন্যান্য কাস্টও।

Next Article