Rakhi Sawant: রিতেশ-আদিলের পর রাখীর জীবনে নতুন পুরুষ! পেশা জানেন তাঁর?

Rakhi Sawant: রাখী সাওয়ান্ত মানেই নিত্যনতুন বিতর্ক। তাঁর জীবনে পুরুষের আনাগোনাও নেহাত কম নয়। সম্প্রতি আদিল খান দুরানির সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা কে না জানেন? ব্যক্তিগত সমস্যা এখন সকলের চোখের সামনে। এরই মধ্যে নতুন খবর! অন্তত সূত্রের দাবি তেমনটাই। রাখী নাকি ফের একবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

Rakhi Sawant: রিতেশ-আদিলের পর রাখীর জীবনে নতুন পুরুষ! পেশা জানেন তাঁর?
রাখী সাওয়ান্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 7:50 PM

রাখী সাওয়ান্ত মানেই নিত্যনতুন বিতর্ক। তাঁর জীবনে পুরুষের আনাগোনাও নেহাত কম নয়। সম্প্রতি আদিল খান দুরানির সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা কে না জানেন? ব্যক্তিগত সমস্যা এখন সকলের চোখের সামনে। এরই মধ্যে নতুন খবর! অন্তত সূত্রের দাবি তেমনটাই। রাখী নাকি ফের একবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। শুধু কি তাই? দু’জন একসঙ্গে সম্প্রতি ডিনারেও গিয়েছিলেন। কে সেই ব্যক্তি? কী করেন? তিনি আর কেউ নন রাখীর আইনজীবী কাশিফ।

ওই ব্যক্তির সঙ্গে ডিনারের ছবি শেয়ার করে রাখী লিখেছেন, “আমার আইনজীবীর সঙ্গে নৈশভোজ সারছি।” ওই ভিডিয়ো পোস্ট করার পরেই বিপুল ট্রোলের মুখে পড়েছেন তিনি। একজন লিখেছেন, “এবার তো এই উকিলকে ফাঁসাবে। তারপর একে বিয়ে করে ফের ডিভোর্স করে নাটক করবেন।” অপর এক ব্যক্তির বক্তব্য, “আরে এটাই তো সেই কাশিফ যে সাংবাদিক সম্মেলনের আপনার সঙ্গে কেঁদেছিল। একই সঙ্গে বলেছিল আদিলকে উচিৎ শিক্ষা দেবে।” প্রসঙ্গত, কিছু দিন আগেই এই আইনজীবীর সঙ্গে সিনেমা দেখতেও গিয়েছিলেন রাখী। এবার এই ডিনার ডেট। রাখী যদিও প্রেমের কথা স্বীকার করেননি, তবে নেটিজেনরা অনুমান করে নিয়েছেন অনেক কিছুই।