রাখী সাওয়ান্ত নাকি মা হতে চলেছেন– বি-টাউনে ঘুরছে এমনই এক গুঞ্জন। রটেছে গর্ভবতী হয়ে পড়েছেন বলেই নাকি আদিল খানের সঙ্গে বিয়ের গোপন খবর নিজেই ফাঁস করেছেন রাখী। রাখী কি সত্যিই অন্তঃসত্ত্বা? এ প্রশ্ন করতেই রাখী যা উত্তর দিলেন তা নিয়ে শুরু হয়ে আবারও গুঞ্জন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে রাখীকে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। উত্তরে তিনি এক মুহূর্তও চিন্তা না করে বলেন, ‘মন্তব্য করতে চাই না।” রাখী এড়িয়ে যান গোটা প্রসঙ্গই। প্রসঙ্গত, কিছুদিন আগেই আদিল খানের সঙ্গে রাখী সাওয়ান্তের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। রাখী জানিয়েছেন, গত বছর মে মাসে বিয়ে করেন তাঁরা। আইনি বিয়ে ছাড়াও মুরুব্বির উপস্থিতিতে সই করেন নিকাহনামাতেও। সেই নিকাহনামার ছবিও ভাইরাল হয়েছে কিছু দিন আগেই।
এখানেই শেষ নয়, আদিল খানকে বিয়ে করার জন্য নাকি ধর্মও পরিবর্তন করেছেন রাখী। তাঁর নতুন নাম রাখী সাওয়ান্ত ফতিমা। বিয়ের খবর প্রথম থেকেই রাখী স্বীকার করলেও কিছুতেই মানতে চাইছিলেন না আদিল। এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন রাখী। তিনি বলেন, ““সাত আট মাস যাবত আমি চুপ ছিলাম। আদিলই বলতে বারণ করেছিল। কিন্তু আমি যখন বিগবস মরাঠিতে গিয়েছিলাম তখন অনেক কিছু হয়েছে। আমি হারাম করিনি। আমি হালাল করেছি। জানি না বিয়ের কথা কেন স্বীকার করছেন না আদিল? আমি কী ভুল করেছি?” তিনি যোগ করেন, “বিয়ের পর থেকে এতটুকু সুখ পেলাম না। নিজের নাম বদলে দিলাম। ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে নিলাম। বিয়ের শংসাপত্র রয়েছে, নিকাহনামা রয়েছে, মৌলানা উপস্থিতিতে বিয়ের যাবতীয় উপাচার পালন করা হয়েছে, তারপরেও কেউ কী করে বিয়ের কথা এভাবে অস্বীকার করতে পারে? আমি ভাবতে পাচ্ছি না।”
তবে গতকাল অর্থাৎ শুক্রবার বিয়ের কথা অবশেষে স্বীকার করেছেন আদিল। এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে আদিল জানান, তিনি রাখীর সঙ্গে বিবাহিত। তবে পরিবার এখনও রাখীকে মেনে নিতে পারেনি। তাঁরা আশা করছেন, সব ঠিক হয়ে যাবে।