টলিপাড়ায় এই মুহূর্তে বিয়ের মরসুম। বসন্ত আসতে ঢের দেরি। তাতে কী? আকাশে বাতাসে ইতিমধ্যেই লেগেছে ভালবাসার নেশা। যে নেশায় বুঁদ সকলেই। এমনই এক সময়ে বিয়ে করে নিলেন অভিনেত্রী রুকমা রায়ও? অন্তত সিরিয়ালের প্লট বলছে তেমনটাই। ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করছেন রুকমা। তাঁর চরিত্রের নাম পূর্ণা। অন্যদিকে রুকমার বিপরীতে আছেন সায়ন, যাকে দেখা যাচ্ছে উজানের চরিত্রে। প্লট জানাচ্ছে, অন ক্যামেরা রুকমার সিঁথিই এবার রাঙিয়ে দিচ্ছেন সায়ন। গল্পের মোড় এইভাবেই ঘুরতে চলেছে। এ তো গেল ধারাবাহিকের কথা? আর বাস্তব জীবনে? নিজেকে সিঙ্গলই দাবি করেন রুকমা।
যদিও মাঝে তাঁর ও রাহুল অরুণোদয় বিশেষ বন্ধুত্ব নিয়ে উঠেছিল নানা কথা। এক সঙ্গে দু’দু’টি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তাঁরা। তাঁদের জুটিটি বেশ পছন্দও হয় দর্শকদের। রাহুলের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রেশনে একসঙ্গে দেখাও যেত তাঁদের। তবে সে দিন গিয়েছে। এই মুহূর্তে রাহুল ব্যস্ত তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়েই। বেশ কিছু বছর আলাদা থাকার পর আবারও সম্পর্ক জুড়েছে তাঁদের। অন্যদিকে রুকমার হাতেও বেশ কিছু কাজ। সবটা সামলে তিনি কবে মনের মানুষ খুঁজে পান, তা জানতেই উদগ্রীব সকলে।