Aparajita Adhya: প্রেমে পড়লেন অপরাজিতা? পোস্ট দেখেই নেটিজ়েনদের মনে উঁকি দিল প্রশ্ন

Relation: অপরাজিতা মানেই দর্শকদের কাছে এক রাশ ভাললাগা। আর সেই ভাললাগার জায়গা থেকেই তাঁকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে।

Aparajita Adhya: প্রেমে পড়লেন অপরাজিতা? পোস্ট দেখেই নেটিজ়েনদের মনে উঁকি দিল প্রশ্ন

| Edited By: জয়িতা চন্দ্র

May 08, 2023 | 1:21 PM

অপরাজিতা আঢ্য, সকলের খুব পছন্দের এক অভিনেত্রী। টিভির পর্দা থেকে শুরু করে টলিউড, একের পর এক ভাল কাজ করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বরাবরি সস্ক্রিয় তিনি। অভিনয়ের দাপটে একের পর এক ভাল কাজ এখন তাঁর ঝুলিতে। বর্তমানে করছেন সঞ্চালনার কাজ। অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই রিলস থেকে শুরু করে ছবি পোস্ট করে থাকেন। কখনও ক্যান্ডিড লুকে, কখনও আবার বোল্ড বিউটি ডিভা হয়ে, তবে এবার এ কেমন পোস্ট করলেন অপরাজিতা আঢ্য। একাকি বসে, সাদা কালো ফ্রেমে উদাস নজর। ব্যকগ্রাউন্ডে মেমরিজ ইন মার্চ-এর গান বহু মনরথি…।

সব মিলিয়ে যাকে বলে এক ভিন্ন স্বাদের পোস্ট। সঙ্গে দুকলি কবিতাও তুলে ধরলেন তিনি। যেখানেও একাকিত্বের ছোঁয়া। সবটা দেখে নেটিজ়েনদের একটাই প্রশ্ন, প্রেমে পড়লেন নাকি অপরাজিতা? মিষ্টি এই পোস্ট পলকে ভাইরাল সোশ্যাল মিডিয়া। লাইকে ভরালেন ভক্তরা। সাফ মন্তব্য করলেন, তাঁর এই পোস্ট মন ভরিয়ে দিল তাঁদের। অপরাজিতা আঢ্য বরাবরই খুব সহজভাবেই সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। ভাল কাজ, এই একটা শর্তেই বাঁচেন অভিনেত্রী।

নেই তেমন কোনও জটিলতা, নেই তাঁকে নিয়ে তেমন কোনও বিতর্ক, সব মিলিয়ে অপরাজিতা মানেই দর্শকদের কাছে এক রাশ ভাললাগা। আর সেই ভাললাগার জায়গা থেকেই তাঁকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর এই পোস্টও তাই নজর এড়াল না কারও। তবে ট্রোলের শিকার যে তাঁকে হতে হয় না, এমনটা নয়। ডিজিটাল দুনিয়ায় ট্রোলিং নতুন নয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উড়ে আসে নানা উটকো মন্তব্য। কেউ উত্তর দেন, কেউ এড়িয়ে যান। এ ক্ষেত্রে অপরাজিতা অবশ্যে বেছে নিয়েছেন দ্বিতীয়টিই। নিজের মতো জীবনকে উপভোগ করতে চান তিনি।