মাঝবয়সি অভিনেতা। অভিনয় করছেন মাঝবয়সির চরিত্রেই। সিরিয়ালে অভিনয় করতে শুরু করেছেন প্রায় ১০-১১ বছর পর থেকে। কিন্তু তাতে কী… কেল্লাফতে করেছেন ফিরে এসেই। অভিনেতার নাম কৌশিক সেন। স্বভাবগত এক সিরিয়াস লেখাপড়া নিয়ে থাকা মানুষ। থিয়েটারের একনিষ্ঠ কর্মী। পরিচালনা করেন গুরুগম্ভীর নাটকের। অভিনয়ও করেন তাতে। বক্তব্য রাখেন গুরুত্বপূর্ণ ইস্যুতে। তাই তাঁকে অনেকেই গম্ভীর মানুষ বলেই মনে করেন। তিনি সুপুরষও। তিনিই অভিনয় করছেন ‘গোধূলি আলাপ’-এ। তাঁর চরিত্রটি এক মাঝবয়সি আইনজীবীর। কেবল তাই নয়। কৌশিকের হিরোইন সোমু সরকার তাঁর এক্কেবারে হাঁটুর বয়সি। ধারাবাহিকে তাঁরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এবং সেই সম্পর্কটিও অসমবয়সি ভালবাসার, স্নেহের। কৌশিকের চলতি অরিন্দম চরিত্রে অভিনয় মন ভরিয়ে দিয়েছে সকলের। মহিলা অনুরাগীদের আরও বড় ফ্যানবেস তৈরি হয়েছে তাঁর। কিন্তু TV9 বাংলাকে এক্কেবারে অন্য কথা বলেছেন কৌশিক সেন।
TV9 বাংলাকে কৌশিক বলেছেন, ‘গোধূলি আলাপ’-এ আমার চরিত্রটা কিন্তু রক্ত মাংসের। সে একজন আইনজীবী। বেশি বয়সে বিয়ে করেছে বলে চারদিক থেকে গালাগাল খায়। অল্পবয়সি একটি মেয়েকে নিয়ে লোকটা অসুবিধের মধ্যে পড়েছে। তাকে ভালও লাগে আবার মেনেও নিতে পারে না। দায়িত্ববোধও আছে তার। মানুষ হয়তো সব সময় কমিউনিকেট করতে পারে না। ক্রাশের মতো শব্দগুলো ব্যবহার করা হয় তখন। দর্শক যখনই চরিত্রগুলোর সঙ্গে রিলেট করতে পারে, তখনই কিন্তু চরিত্রটার প্রতি একটা ভাল লাগা তৈরি হয়। আমার ভাবে খুব লার্গার দ্যান লাইফ হলে বোধহয় ভাল হয়। তা কিন্তু নয়। রক্তটা যদি রক্তমাংসের হয়, তখন কিন্তু যে কোনও প্রজন্মের ছেলেমেয়েরাই সেই মানুষটি কিংবা সেই চরিত্রটির সঙ্গে কমিউনিকেট করে। ফলে অরিন্দমের চরিত্রটা আমার কাছে কেবলই একটি চরিত্র। সে কিন্তু কখনওই হিরো নয়। তাকে আমি হিরো হিসেবে ভাবিইনি। ভাবিনি বলেই হয়তো লোকের ভাল লাগে।”
ধারাবাহিকের কিছু এপিসোডের শুটিং হয়েছে মলে। প্রচুর মানুষ ছবি তুলতে আসছিলেন কৌশিকের সঙ্গে। একদল মহিলাও ছবি তুলতে এসেছিলেন সেই সময়। একজন তাঁদের মধ্যে বলেছিলেন, “ও মা আপনি হাসতেও পারেন।” কৌশিক বলেন, “মানুষ কিন্তু আমাকে এটা মনে করেন। মনে করেন আমি হাসতে পারি না। আমি থিয়েটার করি, আমাকে পলিটিক্যাল বক্তব্য রাখতে দেখা যায়। ফলে ওইরকমভাবে আমাকে কেউ ফ্যান লেটার পাঠান না। কিন্তু আমাকে পছন্দ করেন এরকম মানুষজনের কথা অন্যের মাধ্যমে জানতে পেরেছি।”
ব্যক্তি কৌশিক সেনকে কেউ প্রেম প্রস্তাব দিলে কী করেন তিনি? বলেছেন, “অল্প বয়সে অনেককিছু ফেস করেছি। এখন সেগুলো খুব ছোটখাটো বলে মনে হয় আমার।”