শুটিং সেটে চোট পাওয়া অভিনেতা-অভিনেত্রীদের কাছে নতুন কোনও বিষয় নয়। সে সিনেমা হোক বা ধারাবাহিক, মাঝেমধ্যেই অ্যাকশন দৃশ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অভিনেতা রুবেল দাসেক একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। পায়ের গোড়ালিতে পেয়েছিলেন চোট, দীর্ঘদিন ধরে বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। সেখান থেকেই চলছিল ধারাবাহিকের কাজ। এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের সেট থেকে মিলল তেমনই এক খবর। ধারাবাহিকের অভিনেতা স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় সম্প্রতি এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে সকলকে স্বস্তি দিয়ে TV9 বাংলাকে অভিনেতা জানালেন, চোট তেমন গুরুতর নয়। একটি অ্যাকশন সিকোয়েন্সে হাতে আঘাত পেয়েছিলেন তিনি। তবে তা সাময়িক। তাঁর জন্য খানিকটা বিরতি নিলেও শুটিং বন্ধ রাখেননি তিনি। জগদ্ধাত্রী ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ দিকই হল অ্যাকশন। যেখানে মাঝে মধ্যেই অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ও অভিনেতা সৌম্যদীপকে ফাইট সিনে দেখা যায়। TRP-তে তুঙ্গে থাকা এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ এই জুটির অ্যাকশন। তেমনই এক সিকোয়েন্স সাজিয়ে তোলা হয়েছিল গণেশ চতুর্থী উপলক্ষে। রমরমিয়ে চলছিল যখন সেই সিকোয়েন্সের শুটিং, তখনই ঘটে যায় অঘটন। তবে অভিনেতা অভিনেত্রীদের কাছে সত্যি যে এটা কোনও নতুন বিষয় নয়, তা স্পষ্ট করে দিলেন সৌম্যদীপ। সহজ ভাষায় জানিয়ে দিলেন, ”এ আর নতুন কী? তেমন একটা আঘাত আমি পাইনি। আর কাজ করতে গেলে এটুকু তো হতেই পারে।” বর্তমানে ধারাবাহিকে বাড়ছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর ঘনিষ্ঠতা। পাল্টাচ্ছে তাদের সম্পর্কে রসায়ন। যা বেশ নজর কাড়ছে দর্শকদের।