KBC Twist: এই প্রশ্নের উত্তর জানলেই ৭ কোটি পকেটে, ভাইরাল KBC-র কোটিপতির ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 06, 2023 | 3:50 PM

Vital Video: পঞ্জাবের খারলা গ্রামের ২১ বছরের যুবক জসকরন সিং কেবিসি-র মঞ্চ থেকে নিয়ে বাড়ি ফিরলেন ১ কোটি টাকা। তবে কোন প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দিতে পারলেই তিনি পেতে পারতেন ৭ কোটি টাকা?

KBC Twist: এই প্রশ্নের উত্তর জানলেই ৭ কোটি পকেটে, ভাইরাল KBC-র কোটিপতির ভিডিয়ো

Follow Us

‘কৌন বনেগা ক্রোড়পতি’, এই রিয়্যালিটি শো যবে থেকে টিভির পর্দায় এসেছে, সাধারণের কাছে ভাগ্য বদলের এক দরজা খুলে গিয়েছে। কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটা টাকার মালিক হওয়া যায় রাতারাতি। তাই এই শোয়ে এক এক ব্যক্তির ভাগ্য বদলের সাক্ষী থাকতে বহু মানুষ টিভি খুলে বসে থাকেন। যার ফলে এই রিয়্যালিটি শোয়ে TRP-ও বহু। অমিতাভ বচ্চন সঞ্চালিত এই শোয়ে বর্তমান ১৫ তম সিজ়ন চলছে। যেখানে এক ব্যক্তি পেয়ে গেলেন কোটি টাকা। পঞ্জাবের খারলা গ্রামের ২১ বছরের যুবক জসকরন সিং কেবিসি-র মঞ্চ থেকে নিয়ে বাড়ি ফিরলেন ১ কোটি টাকা। তবে কোন প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দিতে পারলেই তিনি পেতে পারতেন ৭ কোটি টাকা?

শোয়ের ১৬ তম প্রশ্নে ঠিক সেই ব্রহ্মাস্ত্র, যেখানে তাঁকে পুরাণ থেকে প্রশ্ন করা হয়। কী ছিল সেই প্রশ্ন? ‘পদ্ম পুরাণ অনুসারে, কোন রাজাকে একশো বছর বাঁচতে হয়েছিল এক হরিণের অভিশাপের জেরে বাঘ হয়ে ?’ উত্তরে ছিল চার অপশন-A) ক্ষেমধুরতি B) ধর্মদত্ত C) মিতধ্বজ D) প্রভঞ্জন। এই প্রশ্নের উত্তর জানা না থাকায় খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন জসকরন। সঠিক উত্তর হল D) প্রভঞ্জন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিয়ো ক্লিপিং ভাইরাল। নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। বাবা করেন ক্যাটরিং-এর কাজ। এই টাকা তিনি স্থির করেছেন বাবার হাতেই তুলে দেবেন। পাশাপাশি তিনি এদিন এও জানান যে এই টাকা তাঁর লক্ষ্য পাল্টে দেবে না। তিনি যেমন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তেমনটাই নেবেন।

Next Article