Inside Story: অমিতাভ শোয়ের সঞ্চালনা করবেন, কী কারণেই মেনে নিতে পারেননি জয়া বচ্চন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 07, 2023 | 10:13 AM

Jaya Bachchan: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি।

Inside Story: অমিতাভ শোয়ের সঞ্চালনা করবেন, কী কারণেই মেনে নিতে পারেননি জয়া বচ্চন

Follow Us

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অমিতাভ বচ্চনের কামব্যাকের অস্ত্র। যখন নিজের সংস্থা ডুবে গিয়ে দেনার দায়ে হয়রান অমিতাভ, তখনই আশীর্বাদ স্বরূপ তাঁর জীবনে আসে এই শোয়ের প্রস্তাব। যদিও এই শো নিয়ে খুব একটা খুশি ছিলেন না জয়া বচ্চন। তিনি চাননি অমিভ বচ্চন এই শোয়ে সঞ্চালনা করুন। কারণ একটাই, তিনি বরাবরই চেয়েছিলেন তাঁর স্বামীকে বড় পর্দায় দেখতে। ছোট পর্দায় অমিতাভ বচ্চনকে দেখতে চাননি। সেই কারণেই তিনি খুব একটা উৎসাহী ছিলেন না এই শো নিয়ে। তবে এই শোয়ের জন্যই সংসার ছন্দে ফিরেছিল জয়া বচ্চনের।

২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। আসন্ন সিজনে খেলার বেশ কিছু নিয়মও বদলে ফেলা হয়েছিল।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও। কেন শাহরুখকে বাতিল করা হয়েছিল, তার আসল কারণ হিসেবে এক সাক্ষাৎকারে এই শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু বলেছিলেন, “আমার মনে হয়, নিজের মতো করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করেছিলেন শাহরুখ। নিজস্ব চার্ম বা মজার ভঙ্গী ছিল। ভাল রেটিংও ছিল। কিন্তু আসল সত্যিটা স্বীকার করাই ভাল। কেবিসি-র এবিসি হলেন অমিতাভ বচ্চন। ওঁকে ছাড়া সম্ভব নয়।”

Next Article