২৭ নভেম্বর বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী অর্পিতা মণ্ডল। তিনি বিয়ে করেছেন সহ-অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষকে। নতুন সংসারে দারুণ খুশি অর্পিতা। স্বামীকে নিয়ে তিনি খুব আনন্দে দিন কাটাচ্ছেন। জানুয়ারি মাসের ২৬ তারিখের পর পাহাড়ে ছোট্ট করে মধুচন্দ্রিমাও করতে যাবেন স্বামীর হাতটি ধরে। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। চরিত্র দুটির নাম ছিল দেবা এবং সোনা। এই দেবা-সোনা বাস্তবেও স্বামী-স্ত্রী হয়েছেন। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এ অর্পিতা অভিনীত সোনা চরিত্রটি ‘বোকা’ প্রকৃতির খলনায়িকা। ভুলভ্রান্তি করত এবং ধরাও পড়ে যেত। এবং এই সোনার চরিত্রে অভিনয় করতে গিয়ে একটিও সোনালি রঙের গয়নাগাটি পরতে পছন্দ করতেন না অর্পিতা।
বিবাহিত সোনার (চরিত্র) গলায় থাকবে মঙ্গলসূত্র। সেভাবেই সাজানো হয়েছিল চরিত্রটাকে। কিন্তু অভিনেত্রী অর্পিতার পছন্দ হত না একটিও ডিজ়াইন। মঙ্গলসূত্র পরার পরই খুলে ফেলতেন তিনি। সম্প্রতি বিয়ের পর ননদ এবং দেওর-ভাসুরদের নিয়ে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অর্পিতা। গলায় ছিল খুব সুন্দর একটি মঙ্গলসূত্র। TV9 বাংলা জানতে চায়, সেই মঙ্গলসূত্রটি তিনি কোথা থেকে কিনেছেন। বলতে গিয়ে মিটিমিটি হাসেন অর্পিতা এবং বলেন, “এর পিছনে একটা মজার কাহিনি আছে। আমি তো লক্ষ্মীকাকিমা করার সময় একদম গয়না পরতে চাইতাম না। কিন্তু একদিন যা হল… টিস্যু পেপারে করে উড়ে এল একগুচ্ছ মঙ্গলসূত্র।”
অর্পিতাকে কে এতগুলো মঙ্গলসূত্র দিয়েছিল? অভিনেত্রী লাজুক হেসে বলেন, “সংযুক্তা চক্রবর্তী। তিনি ছিলেন লক্ষ্মীকাকিমার চিফ এগজ়িকিউটিভ প্রোডিউসার। পরিচালনাও করেছেন ধারাবাহিকে। অলরাউন্ডার। তিনি আমাকে একটি টিস্যুপেপারে করে মঙ্গলসূত্রগুলো এনে দিয়েছিলেন। আর বলেছিলেন, সুন্দর-সুন্দর ডিজ়াইন আছে। পরতেই হবে। আমি তো দেখে অবাক। সত্যিই কী সুন্দর! বলেছিলাম, আমি বিয়ের পরই এই মঙ্গলসূত্র পরব। এবং দেখুন পরেওছি।”
একটি বাংলা চ্যানেলে মা সারদার চরিত্রে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন অর্পিতা মণ্ডল। তারপর তিনি লাগাতার খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ইদানিং ‘ফুলকি’ ধারাবাহিকে ফের পজ়িটিভ চরিত্র করছেন। সেই সঙ্গে নতুন সংসার। সপ্তমস্বর্গে আছেন অভিনেত্রী। বিয়ে করেছেন একসপ্তাহ ধরে। বিয়ের জন্য ৫ কিলো ওজন বাড়িয়েছিলেন। শর্ত দিয়েছিলেন পিসশ্বশুর, ৫ কিলো ওজন না বাড়লে কিছুতেই বিয়ের পিঁড়িতে বসতে দেবেন না তাঁকে। অগত্যা, শ্বশুরের শর্ত মতো ডায়েট ভুলে খেয়েছেন সবকটি আইবুড়ো ভাত। ওজনও বাড়িয়েছেন। এখন ডায়েটে ফেরার পালা তাঁর। নৈশভোগে গিয়ে মেপে খেয়েছেন সবকিছু। অভিনেত্রীর আক্ষেপ, “আমাকে স্ক্রিনে মোটা লাগে অল্পেই…”