ধারাবাহিক ‘মিঠাই’-এর নায়ক আশিস ভরদ্বাজের নামে গুরুতর অভিযোগ আনলেন স্ত্রী কাজল চোনকার। গার্হস্থ্য হিংসা তো বটেই, এমনকি জোর করে গর্ভপাতের অভিযোগও করেছেন কাজল। যদিও এ সব অভিযোগ অস্বীকার করেছেন আশিস। তাঁর দাবি, স্ত্রী উল্টে তাঁকে মারধর করেছেন। ঠিক কী হয়েছে? বিয়ের শংসাপত্র প্রকাশ্যে এনে কাজল সংবাদমাধ্যমকে জানান, তাঁরা যে বিবাহিত এ কথা নাকি প্রকাশ্যে আনতে নারাজ ছিলেন আসিশ। তিনি বলেন, “বোনের সঙ্গে ঝামেলার জন্য মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ও। আমি ঝামেলা থামাতে যাই। ও আমায় ঘাড় ধরে বিছানায় ফেলে দেয়। আমি এফআইআর দায়ের করি আমরা প্রতিবেশী, একসঙ্গেই থাকতাম। যখন ও মিঠাইয়ে মূল চরিত্র পায় ওই সময়ই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আমি তখনই আমাদের বিয়ের ব্যাপার সবাইকে জানানোর জন্য অনুরোধ করতে থাকি। কিন্তু ৭ ফেব্রুয়ারির পর থেকে ও পুরো গায়েব হয়ে যায়।”
আশিস অভিযোগ এনেছেন, তাঁর স্ত্রী নাকি কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে কাজলের বক্তব্য, “যদি তাই হত, তবে আমায় বিয়ে করল কেন? ও মুখে কতগুলো কাটা দাগ নিয়ে এসে বলছে, আমি নাকি এই সব করেছি। আমি ওর পিঠে আঁচড়ে দিয়েছি। কারণ, আমার গলা টিপে ধরেছিল ও। নিজেকে বাঁচাতেই এমনটা করেছি আমি।” আশিস দাবি করেছেন, গর্ভপাতের সময় তিনি নাকি সঙ্গে ছিলেন না তাঁর স্ত্রীর। গর্ভপাতের সিদ্ধান্ত নাকি একেবারেই তাঁর নয়। স্ত্রী যেটা মনে করেছেন সেটাই করেছেন। যদিও এ কথা মানতে চাননি কাজল। তিনি বলেন, “ও মিথ্যে বলছে। গর্ভপাতের দিন ও আমার সঙ্গে ছিল, ও নিজেই গর্ভপাতের কাগজে সই করেছে। ওই দিন ও আমার সঙ্গে বাড়ি পর্যন্ত আসেনি।” যদিও আশিসের বক্তব্য তাঁর জীবন নরক বানিয়ে দিয়েছেন স্ত্রী। বিয়ের কথা স্বীকার করে নিয়েই তিনি জানিয়েছেন, এখন আর স্ত্রীর সঙ্গে থাকেন না তিনি। থাকতে চান না বলেও সাবি করেছেন। স্ত্রী তাঁকে অডিশনে যেতে দিতেন না — অভিযোগ তাঁর। গত বছরেই আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তাঁর স্ত্রী। স্বামী-স্ত্রীর এই ঝামেলা এসে গিয়েছে সর্বসমক্ষে। কোনদিকে ঘটনা এগোয় এখন সেটাই দেখার।
‘মিঠাই’ ধারাবাহিক প্রথম শুরু হয়েছিল বাংলাতে। এ রাজ্যে সাফল্যের পর তা রিমেক হয় হিন্দিতেও। হিন্দি ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশিস। ব্যক্তিগত জীবনের এই অশান্তির প্রভাব কি পড়বে কেরিয়ারেও? এখন সেটাই দেখার।