তাঁর দুই মেয়ে। কাজল এবং তনিশা মুখোপাধ্যায়। তিনি অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। দুই মেয়েই তাঁর চোখের মণি। কিন্তু কাজলের উপর যেন বেশি ভরসা করেন অভিনেত্রী। সদ্য রিয়ালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এ অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তনুজা। সেখানে কাজলের পাঠানো ভিডিয়ো বার্তা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না।
কাজল বলেন, “মা আমাকে সবথেকে বড় যে গিফট দিয়েছে, তা হল বড় হয়ে ওঠা, সেই পরিবেশ”। এ কথা শুনে কেঁদে ফেলেন তনুজা। রুমালে চোখ মুছতে দেখা যায় তাঁকে। দাম্পত্য বিচ্ছেদের পর দুই মেয়েকে একাই বড় করে তুলেছেন তিনি। প্রথম থেকেই মেয়েদের বুঝিয়েছিলেন, স্বনির্ভর হতে হবে। আর বাবার দায়িত্বও একাই পালন করেছিলেন। বড় হয়ে যাওয়ার পর মেয়েরা যখন সেই পরিশ্রমের মূল্য দেয়, বড় করে তোলার জন্য মায়ের কাছে কৃতজ্ঞ থাকে, তার থেকে বড় উপহার একজন মায়ের জন্য আর কী হতে পারে?
কাজল আগেই জানিয়েছিলেন, তনুজা তাঁর জীবনে যে সব সিদ্ধান্ত নিয়েছেন, তার স্পষ্ট ব্যখ্যা দিয়েছেন সব সময়। সে বাবা, মায়ের বিচ্ছেদ হোক বা প্রত্যেকের কাজ করার অধিকার। মেয়ের বয়স অনুযায়ী তাকে নাকি বোঝাতেন তনুজা। কাজলের কথায়, “আমি আজ যে ভাল মানুষ হতে পেরেছি, তার কৃতিত্ব মায়ের। কারণ ছোটবেলায় মা আমায় সঠিক শিক্ষা দিয়েছিলেন।”
এই রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব সামলান শিল্পা শেট্টি, অনুরাগ বসু এবং গীতা কাপুর। শিল্পার সঙ্গে স্টেজে পারফর্মও করতে দেখা যাবে তনুজাকে।
আরও পড়ুন, পরিবারে দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন বিধু বিনোদ চোপড়া